ঢাকা, বাংলাদেশ ২০ অক্টোবর, ২০২৪

সম্পর্কে তিক্ততা বাড়ার লক্ষ্মণ

Publish : 04:52 AM, 04 January 2024.
সম্পর্কে তিক্ততা বাড়ার লক্ষ্মণ
সম্পর্কে তিক্ততা বাড়ার লক্ষ্মণ
লাইফস্টাইল ডেস্ক :

প্রতিটি সম্পর্ক শুরু হয় অনেক মধুরভাবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সময়ের সাথে সাথে সম্পর্ক বদলাতে শুরু করে। যখন একে অপরকে গভীরভাবে জানতে শুরু করেন, তখন সম্পর্কে তিক্ততাও আসতে শুরু করে। তবে ভালাবাসার সম্পর্কে যদি দুর্ব্যবহার করা শুরু হয়, তবে দিন কাটানো কঠিন হয়ে যায়। দুর্ব্যবহার মৌখিক, শারীরিক বা অর্থনৈতিক- যেকোনো ভাবেই হতে পারে।

মানুষ সাধারণত নিজের পছন্দ অনুযায়ী সঙ্গী পছন্দ করে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় বিয়ের পর সঙ্গীর সাথে বনি-বনা হয়না। সম্পর্কে তিক্ততা দেখা দিলে মানুষ আগে ঠিক করার চেস্টা করে। শুরুতেই সম্পর্ক থেকে বের হয়ে আসতে চায়না। অনেকে সমাজ, পরিবার ও সন্তানদের কথা চিন্তা করে দীর্ঘদিন নানারকম অত্যাচার হজম করে যায়। তবে আপনার জীবনসঙ্গী টক্সিক কিনা- তা অনেক সময় শুরুর দিকেই বোঝা যায়। আপনার সম্পর্কেও এমন ঘটলে, সময় হাতে থাকতেই বের হয়ে আসার চেস্টা করুন। 

টক্সিক সম্পর্কের লক্ষ্মণ:

১. আপনার ইচ্ছা না থাকলেও শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হচ্ছে।

২.সঙ্গীকে কোনো ব্যাপারে ‘না’ বলতে পারছেন না।

৩.আপনার সঙ্গী সব সময় নিজের ভুল অস্বীকার করে যাচ্ছে।

৪.সে আপনাকে অন্যের সাথে বারবার তুলনা করে।

৫.সঙ্গীর কোনো পছন্দতে নিষেধ করলে সে নেতিবাচক আচরণ করে।

৬.দ্বিমত প্রকাশ পেলে, আপনার যুক্তিকে সবসময় প্রত্যাখ্যান করে।

৭.কাজে মনোযোগ দিতে পারছেন না। কারণ বার বার সঙ্গীর কর্মকান্ড মাথায় ঘুরতে থাকে।

৮.জনগণের সামনে অপ্রস্তুত করে দেওয়া আচরণ করে।

৯.অহংকারী আচরণ করে। অথবা আপনার উপর অধিকার খাটানোর চেস্টা করে।

১০.আপনার বিভিন্ন দিক পরিবর্তন করানোর চেস্টা করে।

১১.আপনার সবকাজে নিরুৎসাহিত করে।

১২.আপনাকে নিয়ে সমালোচনা করে। 

১৩. আপনাদের সম্পর্ক থেকে অবাস্তব কিছু আশা করে।

১৪. আপনাকে এড়িয়ে চলার চেস্টা করে।

১৫.আপনি নিষেধ করেছেন এমন কাজ বার বার করে।

১৬.আপনাকে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।

লাইফ স্টাইল বিভাগের অন্যান্য খবর

Follow Us

প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা

© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম পদত্যাগের ঘোষণা দিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিরোনাম খামেনির ওপর হামলা চালাতে পারে ইসরায়েল শিরোনাম পাকিস্তানের সঙ্গে ড্র করে সাফে টিকে রইল বাংলাদেশ শিরোনাম হাজারীবাগে ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১ শিরোনাম ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবু গ্রেপ্তার শিরোনাম ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৬৩ মামলা, জরিমানা প্রায় ৫১ লাখ টাকা