ঢাকা, বাংলাদেশ ২৬ নভেম্বর, ২০২৪

বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে ডি-চক রণক্ষেত্র

Publish : 01:14 PM, 26 November 2024.
বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে ডি-চক রণক্ষেত্র
সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের বিরোধীদলীয় নেতা, সাবেক ক্রিকেটার ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। 

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা-কর্মীরা মঙ্গলবার (২৬ নভেম্বর) দেশটির রাজধানী ইসলামাবাদের কেন্দ্রস্থল ডি-চক এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন। অনেকে ব্যাপক বাধার মুখে ইসলামাবাদের অত্যন্ত সুরক্ষিত রেড জোন ডি-চকে পৌঁছেও যান। এ সময় সেই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছুড়ে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। অন্যদিকে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। 

নিরাপত্তাঝুঁকি বিবেচনায় নিয়ে ইসলামাবাদে সংবিধানের ২৪৫ ধারা সক্রিয় করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল আগে থেকেই। পরিস্থিতি অশান্ত করার যেকোনো চেষ্টা ও জঙ্গি তৎপরতা কঠোর হাতে দমন করার নির্দেশও দেয় দেশটির সরকার। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত পিটিআই নেতা-কর্মীরা ডি-চকে অবস্থান করবেন বলে জানান। খবর জি নিউজ ও ডনের। 

এদিকে দেশটিতে সর্বশেষ ছয়জনের নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে চারজন রেঞ্জার্স সদস্য, একজন পুলিশ কর্মকর্তা। অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি। 

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসীন নকবি এক বিবৃতিতে বলেছেন, ‘ইসলামাবাদের কেন্দ্রস্থলে বিক্ষোভকারীদের হামলায় আধা-সামরিক বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন।’

এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীনগর মহাসড়কে কিছু দুষ্কৃতকারী রেঞ্জার্স কর্মীদের উপর গাড়ি উঠিয়ে দিয়েছে। এই ঘটনায় আধা-সামরিক বাহিনীর চার সদস্য এবং এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছে নিরপত্তা বাহিনীর সাত সদস্য। 

নিরাপত্তা সূত্রগুলো বলেছে, চলমান বিক্ষোভকে ঘিরে সংঘাতে দুই দিনে শতাধিক পুলিশ আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক

পিটিআইয়ের অন্যতম জ্যেষ্ঠ নেতা ও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ইমরান খান নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা ফিরব না। এই দেশ আমাদের। আমাদের পূর্ব পুরুষরা এই দেশ স্বাধীনে জীবন দিয়েছেন।

ঘটনাস্থল থাকা ডনের সাংবাদিকেরা জানান, পিটিআইয়ের সমর্থকদের বাধা দিতে সড়কে প্রতিবন্ধক হিসেবে কিছু কনটেইনার রাখা হয়। বিক্ষোভকারীরা সেগুলোর উপরও উঠে বসেন। 

নিরাপত্তা-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রীনগর মহাসড়কে কিছু দুষ্কৃতকারী রেঞ্জার্স কর্মীদের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছেন। এ ঘটনায় চারজন প্যারাট্রুপার ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচ প্যারাট্রুপার ও দুই পুলিশ সদস্য।

ইসলামাবাদের ডি চকে জমায়েত করার ঘোষণা আগেই দিয়েছিলেন পিটিআই নেতা-কর্মীরা। তাদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। জারি করা হয় ১৪৪ ধারা। নিষিদ্ধ করা হয় সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত।

এর আগে বিক্ষোভ ঠেকাতে গত সোমবার গ্রেপ্তার করা হয়েছে পিটিআইয়ের পাঁচ পার্লামেন্ট সদস্যসহ প্রায় চার হাজার জনকে।

দীর্ঘদিন ধরে ডি-চক চত্বর রাজনৈতিক প্রতিবাদের অন্যতম স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই এলাকায় পার্লামেন্ট হাউস, সুপ্রিম কোর্ট, সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবন রয়েছে।

মুলতান, রাজানপুর, গুজরাট, দেরা গাজি খানসহ পাঞ্জাবের বেশ কয়েকটি শহরে ইন্টারনেট-সেবা ব্যাহত হচ্ছে।

জিও টিভির খবরে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসীন নকবি মঙ্গলবার জানিয়েছেন, সরকার সবভাবে পিটিআই নেতাদের আশ্বস্ত করার চেষ্টা করছে। কিন্তু তারা আলোচনার সুযোগকে কাজে লাগিয়ে সময় নিচ্ছেন আর রাজধানীর কেন্দ্রের দিকে এগোচ্ছেন।

নকবি বলেন, ‘আমরা বিক্ষোভকারীদের সাগজানিতে জড়ো হতে বলেছিলাম। তাদের দলের নেতৃস্থানীয় কেউই রক্তপাত চান না। তবে ভেতরে একজন গোপন নেতৃত্ব আছেন, যিনি সব নিয়ন্ত্রণ করছেন।’ তিনি আরো জানান, যেকোনো উপায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসলামাবাদের আইজিকে বলা হয়েছে।

এদিকে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ইসলামাবাদে গণমাধ্যমকে বলেন, ইমরান খানের স্ত্রী বুশরা বিবির উদ্দেশ্যই হলো মানুষ মারা যাক। বিক্ষোভকারীদের অনেককে অর্থ দিয়ে আনা হয়েছে। অন্যের সন্তানদের এখানে ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এদিকে বিবিসির খবরে বলা হয়, ইমরান খানের দল পিটিআইয়ের একজন মুখপাত্র বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা পার্লামেন্টের বাইরে অবস্থান নিয়ে থাকবেন। এদিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দলের হাজারো কর্মী বিশাল বহর নিয়ে স্কয়ারের দিকে আসছিলেন।

জিও নিউজ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীকে সহিংসতাকারীদের দেখামাত্র গুলি করার অনুমতি দেওয়া হয়েছে। 

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিনিধি কামাল হায়দার জানিয়েছেন, ডি-চকের আকাশে কাঁদানে গ্যাসের ঘন মেঘ জমে গেছে। বিক্ষোভকারীদের তৎপরতা দমন করতে রেঞ্জার্স সদস্যরা তাজা গুলি এবং কাঁদানে গ্যাস শেল ব্যবহার করে।   

ইমরানের খানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে গত রবিবার থেকে শুরু হয়েছে ইমরান সমর্থকদের আন্দোলন। গোটা দেশ থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা দেন দলীয় সমর্থকরা।

উল্লেখ্য, ইমরান খানের প্রতিষ্ঠিত পিটিআইয়ের সমর্থকরা সাম্প্রতিক মাসগুলোতে একাধিকবার ইসলামাবাদে বিক্ষোভ মিছিল করেছেন। কখনো কখনো তাদের কর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পিপলনিউজ/আরইউ

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Follow Us

প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা

© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে ডি-চক রণক্ষেত্র শিরোনাম সংবিধান সংস্কার কমিশনে বিএনপির লিখিত ৬২ প্রস্তাব শিরোনাম চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী নিহত শিরোনাম চিন্ময় দাসকে কারাগারে পাঠানো নিয়ে যা বলল ভারত শিরোনাম কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৭ শিরোনাম চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে