যে কোনো খাবারের স্বাদ-গন্ধ বাড়াতে ধনেপাতার জুড়ি মেলা ভার। ভর্তা, ডাল, তরকারি, মাংস, মাছের ঝোল, মুড়ি মাখা, আলুকাবলি, ফুচকা সবকিছুতেই ধনেপাতা ব্যবহার হয়। খাবারে এক মুঠো ধনেপাতা ছড়িয়ে দিলেই স্বাদ বেড়ে যায় বহুগুণ। কিন্তু ধনেপাতা সংরক্ষণ করাই বেশ কঠিন।
এক-দুদিন ঘরে থাকলেই পাতা পচে যায়, নয়তো শুকিয়ে যায়। ফ্রিজে রাখলেও খুব বেশিদিন টেকে না। তবে কিছু উপায় জানা থাকলে সহজেই ধনেপাতা টাটকা রাখতে পারবেন।
প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা
© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com