অনেকেই ভিজিটিং কার্ড কিংবা নিমন্ত্রণ পত্রে বাড়ি বা অফিসে ঠিকানা যুক্ত করেন। যে নিমন্ত্রিতরা খুব সহজেই বাড়ি চিনতে পারেন। কিংবা যাকে ভিজিটিং কার্ড দিচ্ছেন সে যেন অফিসের ঠিকানা খুঁজে পান সহজেই। কিউআর কোড স্ক্যান করেই অনেকে যথাযথ লোকেশনে পৌঁছে যেতে পারেন।
কিউআর কোড তৈরি করার খুবই সহজ। আপনি নিজেই ঘরে বসে তা করে নিতে পারেন। এজন্য একটা মোবাইল বা কম্পিউটার লাগবে। আর দরকার হতে পারে একটি কিউআর কোড জেনারেটরের, যা আপনি গুগলে গিয়ে বিভিন্ন থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকেই পেতে পারেন।
দেখে নিন কীভাবে নিজের ঠিকানার কিউআর কোড তৈরি করবেন-
প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা
© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com