ঢাকা, বাংলাদেশ ২৬ নভেম্বর, ২০২৪

আস্ত রসুন দিয়ে গরুর মাংস রাঁধবেন যেভাবে

Publish : 12:30 AM, 01 January 2024.
আস্ত রসুন দিয়ে গরুর মাংস রাঁধবেন যেভাবে
আস্ত রসুন দিয়ে গরুর মাংস রাঁধবেন যেভাবে
লাইফস্টাইল ডেস্ক :

গরুর ভুনা ও এর ঝোল রান্না কমবেশি সবারই পছন্দের। গরম ভাত, পোলাও, রুটি বা পরোটার সঙ্গে দারুন মানিয়ে যায় গরুর মাংসের বাহারি পদ।

চাইলে স্বাদ বদলাতে এবার রাঁধতে পারেন আস্ত রসুন দিয়ে গরুর মাংস ভুনা। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। রইলো সহজ রেসিপি-

উপকরণ

১. গরুর মাংস দেড় কেজি

২. তেল আধা কাপ

৩. পাঁচফোড়ন ১ চা চামচ

৪. শুকনো লাল মরিচ ৩-৪টি

৫. পেঁয়াজ কুচি আধা কাপ

৬. হলুদ গুঁড়া ১ চা চামচ

৭. মরিচ গুঁড়া ১ টেবিল চামচ

৮. আদা বাটা ২ টেবিল চামচ

৯. রসুন বাটা ১ টেবিল চামচ

১০. পেঁয়াজ বাটা আধা কাপ

১১. জিরার গুঁড়া ১ চা চামচ

১২. লবণ স্বাদমতো

১৩. পাঁচফোড়ন গুঁড়া ১ চা চামচ

১৪. ধনিয়ার গুঁড়া ১ চা চামচ

১৫. রসুনের কোয়া (আস্ত) ২টি

১৬. আস্ত কাঁচা মরিচ ৫-৬টি

১৭. ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ

১৮. ভাজা পাঁচফোড়ন গুঁড়া আধা চা চামচ।

পদ্ধতি

চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিন। এরপর পাঁচফোড়ন ও শুকনো মরিচ সামান্য নেড়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। এরপর কেটে ধুয়ে রাখা মাংস ঢেলে দিন প্যানে। ভালোভাবে নেড়ে মিশিয়ে ১০-১৫মিনিট নেড়ে নেড়ে ভেজে নিন।এবার ৬-১৪ নম্বর পর্যন্ত সব উপকরণ একসঙ্গে মিশিয়ে দিন মাংসে। তারপর ভালোভাবে নেড়ে মাংসের সঙ্গে মসলা মিশিয়ে কষিয়ে নিতে হবে।কষানো হলে পানি পরিমাণমতো দিয়ে মাঝারি আঁচে ঢেকে রান্না করতে হবে ৪০-৫০মিনিট। মাঝে মধ্যে ঢাকনা সরিয়ে মাংস নেড়ে দিতে হবে।মাংস যখন প্রায় সেদ্ধ হয়ে ঝোল কিছুটা ঘন হয়ে আসবে তখন মাংসের সঙ্গে দিয়ে দিতে হবে আস্ত রসুনের কোয়া ও আস্ত কাঁচা মরিচ। আবারও নেড়ে ঢেকে দিতে হবে।মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে ঝোল মাখো মাখো হয়ে এলে ভাজা জিরা ও পাঁচফোড়নের গুঁড়া ছিটিয়ে দিয়ে নেড়ে নিন। এরপর চুলা থেকে নামিয়ে নিন মজাদার আস্ত রসুনে আচারি বিফ ভুনা। এবার গরম গরম পরিবেশন করুন ভাত বা পোলাও দিয়ে।

লাইফ স্টাইল বিভাগের অন্যান্য খবর

Follow Us

প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা

© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে ডি-চক রণক্ষেত্র শিরোনাম সংবিধান সংস্কার কমিশনে বিএনপির লিখিত ৬২ প্রস্তাব শিরোনাম চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী নিহত শিরোনাম চিন্ময় দাসকে কারাগারে পাঠানো নিয়ে যা বলল ভারত শিরোনাম কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৭ শিরোনাম চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে