সম্প্রতি ব্রাজিলে নিষিদ্ধ হয়েছে ইলন মাস্ক মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স। একইসঙ্গে তার প্রতিষ্ঠিত ইন্টারনেট কোম্পানি স্টারলিংকের অ্যাকাউন্ট আটকে দেওয়ায় মুখোমুখি এখন ব্রাজিলের সরকার বনাম বিশ্বের শীর্ষ ধনী।
রবিবার নিষেধাজ্ঞার পরপরই দেশটির বেশিরভাগ জায়গায় প্ল্যাটফর্মটি ব্যবহার করা যাচ্ছিল না।
এক্স নিষেধাজ্ঞার পাশাপাশি মাস্ক পরিচালিত আরেক কোম্পানি স্টারলিংকের স্থানীয় ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করেছেন র্বিচারক আলেকজান্দ্রে দো মোরেস।
আদালতের নির্দেশ অমান্য করে নির্দিষ্ট কিছু অ্যাকাউন্ট ব্লক না করায় এক্স-এর কাছ থেকে আরোপিত ৩০ লাখ ডলার জরিমানা আদায়ের লক্ষ্যে মোরেস এ পদক্ষেপ নিয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
এদিকে রবিবারের নিষেধাজ্ঞার পর থেকে ব্রাজিলে এক্স ব্যবহারের উপায় হিসেবে রয়েছে শুধু জরিমানার ঝুঁকিওয়ালা ভিপিএন এবং স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, যতক্ষণ না কর্মকর্তারা স্টারলিংকের আটকে রাখা সম্পদ ছাড়ছেন ততক্ষণ কোম্পানিটি আদালতের আদেশ মানতে অস্বীকার করেছে বলে জানিয়েছেন ব্রাজিলের টেলিকম এজেন্সি আনাতেল-এর প্রধান।
বাজেয়াপ্ত হওয়া সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য স্টারলিংক আদালতে আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। এই রায়কে অবৈধ বলে আখ্যা দিয়ে ইলন মাস্ক যুক্তি দেখিয়েছেন, স্পেসএক্স এবং এক্স আলাদা কোম্পানি। পাশাপাশি দাবি করেছেন তিনি স্টারলিংকের কেবল ৪০ শতাংশের মালিক।
ব্রাজিলে আড়াই লাখ স্টারলিংক গ্রাহক রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট। বিশেষ করে গ্রামীণ এলাকায় ও আমাজনের আদিবাসীদের মধ্যে জনপ্রিয় এ পরিষেবাটি।
ব্রাজিলে সম্পদ বাজেয়াপ্ত থাকা অবস্থায় সেখানকার গ্রাহকদের বিনামূল্যে নিজেদের পরিষেবাটি ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে স্টারলিংক।
স্টারলিংক এ অবস্থান বজায় রাখলে কোম্পানির লাইসেন্স বাতিল করতে পারে ব্রাজিল। এর পরেও এটি চলতে থাকলে, কোম্পানির ২৩টি গ্রাউন্ড স্টেশন থেকে সরঞ্জামও বাজেয়াপ্ত করতে পারে দেশটির কর্মকর্তারা। এ স্টেশনগুলো স্যাটেলাইট সংযোগের গুণমান উন্নত করতে সাহায্য করে স্টারলিংককে।
এদিকে, মোরেসের রায়ের পর, এক বিচারে এক্সের নিষেধাজ্ঞা বহাল রেখেছে ব্রাজিল সুপ্রিম কোর্টের এক প্যানেলের সংখ্যাগরিষ্ঠ অংশ।
পাশাপাশি, প্যানেলটি মোরেসের আরেক আদেশও অনুমোদন করেছে, যেখানে কেউ ভিপিএন-এর মাধ্যমে এক্স ব্যবহার করে ধরা পড়লে দৈনিক ৫০ হাজার ব্রাজিলিয়ান রিয়াল বা অন্তত আট হাজার ৯০০ ডলার জরিমানা করা হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
পিপলনিউজ/আরইউ
প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা
© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com