ঢাকা, বাংলাদেশ ২৬ নভেম্বর, ২০২৪

আলু খোসাসহই খান, মিলবে উপকার

Publish : 05:32 AM, 22 September 2024.
আলু খোসাসহই খান, মিলবে উপকার
ফাইল ছবি
পিপলনিউজ ডেস্ক :

স্বাদে অনন্য আলু। লাভেও কম যায় না। অনেকেই বলেন, সব পদের সঙ্গেই দারুণ মানিয়ে যায় আলু। প্রায় প্রতিদিনই পাতে আলু রাখেন কমবেশি সবাই। আলু ভাজি, ভর্তা কিংবা বিভিন্ন সবজির সঙ্গে আলুর ঝোল খাওয়ার মজাই আলাদা।

তবে অনেকেই আলু রান্নার সময় এর খোসা ফেলে দেন। জানলে অবাক হবেন, আলুর খোসায় আছে নানা ধরনের পুষ্টি উপাদান। যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।

আলুর খোসা না ছাড়িয়ে যদি রান্না করেন, সেক্ষেত্রে ভালোভাবে আলু পরিষ্কার করে নিতে হবে। যেহেতু আলুর গায়ে প্রচুর ময়লা থাকে, তাই ভালো করে পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নেওয়া উচিত।

খোসাসহ আলু খেলে কী কী উপকার মিলবে জেনে নিন-

১. আলুর খোসায় থাকে ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম। যা পেশীর যন্ত্রণা কমাতে সাহায্য করে।

২. আলুর খোসায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজমশক্তি ভালো রাখে।

৩. আলুর খোসায় থাকা পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে।

৪. ইলেকট্রোলাইটের ভারসাম্য না থাকায় পেশীতে ব্যথা হলে তা কমাতে সাহায্য করে আলুর খোসা।

এবং ৫. তবে যাদের পেটের সমস্যা আছে, তাদের উচিত আলু খোসাসহ খাওয়ার ব্যাপারে সতর্ক থাকা।

পিপলনিউজ/আরইউ

লাইফ স্টাইল বিভাগের অন্যান্য খবর

Follow Us

প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা

© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে ডি-চক রণক্ষেত্র শিরোনাম সংবিধান সংস্কার কমিশনে বিএনপির লিখিত ৬২ প্রস্তাব শিরোনাম চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী নিহত শিরোনাম চিন্ময় দাসকে কারাগারে পাঠানো নিয়ে যা বলল ভারত শিরোনাম কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৭ শিরোনাম চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে