ঢাকা, বাংলাদেশ ২৬ নভেম্বর, ২০২৪

হজে যেতে ২৩ অক্টোবরের মধ্যে করতে হবে নিবন্ধন

Publish : 03:29 AM, 28 October 2024.
হজে যেতে ২৩ অক্টোবরের মধ্যে করতে হবে নিবন্ধন
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক :

আগামী বছর (২০২৫ সালে) হজে যেতে ২৩ অক্টোবরের মধ্যেই নিবন্ধন শেষ করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

রবিবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

এতে বলা হয়, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, মিনা ও আরাফায় তাঁবু নির্ধারণ এবং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন কার্যক্রম ২৩ অক্টোবর থেকে শুরু হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তাঁবু বরাদ্দের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন নীতি অনুসরণ করা হবে। আগামী ২৩ অক্টোবরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন শেষ না হলে, মিনা ও আরাফায় কাঙ্ক্ষিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না। 

তা ছাড়া, যদি তাঁবু গ্রহণ এবং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনে দেরি হয়, তবে হজযাত্রীদের জামারাহ থেকে অনেক দূরে পাহাড়ি এলাকা বা নিউ মিনা এলাকায় অবস্থান করতে হতে পারে। এতে হজযাত্রীদের সৌদি আরবের প্রখর রোদ ও গরমে দীর্ঘপথ হাঁটার কষ্টের সম্মুখীন হতে হবে। এ জন্য মন্ত্রণালয় নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য হজযাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে।

পিপলনিউজ/আরইউ

ধর্ম বিভাগের অন্যান্য খবর

Follow Us

প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা

© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে ডি-চক রণক্ষেত্র শিরোনাম সংবিধান সংস্কার কমিশনে বিএনপির লিখিত ৬২ প্রস্তাব শিরোনাম চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী নিহত শিরোনাম চিন্ময় দাসকে কারাগারে পাঠানো নিয়ে যা বলল ভারত শিরোনাম কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৭ শিরোনাম চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে