ঢাকা, বাংলাদেশ ২৬ নভেম্বর, ২০২৪

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

Publish : 10:20 AM, 30 October 2024.
চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার
সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। সর্বোচ্চ দুই বছর আর সর্বনিম্ন ছয় মাসের বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে। বহিষ্কার হওয়া প্রায় সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তালিকায় আছেন এমবিবিএস ও ইন্টার্ন শেষ করা চিকিৎসকও।

কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও ছাত্ররাজনীতির নাম ভাঙিয়ে একক কর্তৃত্ব, গোষ্ঠীগত আধিপত্য এবং ব্যক্তিগত হিরোইজম প্রদর্শন, ছাত্রাবাসে অবৈধ অনুপ্রবেশ, অবৈধভাবে রুম দখল, অঙ্গীকার ভঙ্গসহ কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকায় তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

সোমবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেডিক্যাল কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন ও মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন বহিষ্কার আদেশে সই করেন।

৭৫ শিক্ষার্থীর মধ্যে সাত জনকে দুই বছর, ১৫ জনকে এক বছর ছয় মাস, ৩৭ জনকে এক বছর ও ১৬ জনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

মেডিক্যাল কলেজ সূত্র জানিয়েছে, বহিষ্কার তালিকায় ১৭ জন ইন্টার্ন চিকিৎসক আছেন। তালিকায় এক নম্বরে থাকা এমবিবিএস ৫৯ ব্যাচের মুশফিকুন ইসলাম চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু সার্জারির বিভাগের মেডিক্যাল অফিসার।

এ ছাড়া ১১ জনকে শিক্ষার্থী ও অভিভাবকের মুচলেকায় অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার থেকেই বহিষ্কারের আদেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে। আদেশের অনুলিপি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ কয়েকটি দপ্তরে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নানা মেয়াদে বহিষ্কার করা শিক্ষার্থীদের মধ্যে অনেকেই আছেন যাদেরকে এর আগেও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধ ও অনিয়মের সঙ্গে জড়িত থাকার অপরাধে একাধিকবার বহিষ্কার করেছিল কলেজ কর্তৃপক্ষ। বহিষ্কারের তালিকায় থাকা আসেফ বিন তাকি, রিয়াজুল ইসলাম জয়, অভিজিৎ দাশ, মাহমুদুল হাসান, শামীম আহমেদ ভূঁইয়া, ফয়সাল আহমেদ, সৌরভ দেবনাথসহ শাস্তিপ্রাপ্তদের বেশিরভাগ শিক্ষার্থী ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তারা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে চমেক ক্যাম্পাসে পরিচিত ছিলেন। 

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন বলেন, প্রায় দেড় মাস আগে ১২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে এসব শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছে একাডেমিক কাউন্সিল। অভিযুক্ত ৭৫ শিক্ষার্থীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ শাস্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে ১৪ জন ইন্টার্ন চিকিৎসকও রয়েছেন। এদের শাস্তি হাসপাতাল কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে। তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে তদন্তের কাজ সম্পন্ন করে আমাদের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। 

বহিষ্কার আদেশের ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে- অভিযুক্ত শিক্ষার্থীদের যথেচ্ছাচারী আচরণের কারণে কলেজের সুষ্ঠু শিক্ষার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাস সমূহে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে। ইতোপূর্বে কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে কলেজ এলাকায় সংঘটিত সংঘাতের কারণে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। 

জুলাই অভ্যুত্থানের পর গত ১১ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে চমেক কর্তৃপক্ষ। কমিটির প্রধান করা হয় নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. হাসানুজ্জামানকে। এক মাসের বেশি সময় ধরে অভিযুক্তদের বিষয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন কমিটির সদস্যরা। এর আগে অভিযুক্তদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরাও কলেজ কর্তৃপক্ষের কাছে নানা অভিযোগ জমা দেন। আওয়ামী লীগের আমলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার পরও ক্যাম্পাসে রাজনীতি করা, ছাত্রাবাসে অবৈধ প্রবেশ, হল দখলসহ নানা অভিযোগের বিষয়ে কমিটি তদন্ত কার্যক্রম পরিচালনা করে। এজন্য তারা সংশ্লিষ্ট অনেকের বক্তব্য নেওয়াসহ নানা তথ্য-প্রমাণও সংগ্রহ করেন।

পিপলনিউজ/আরইউ

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Follow Us

প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা

© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে ডি-চক রণক্ষেত্র শিরোনাম সংবিধান সংস্কার কমিশনে বিএনপির লিখিত ৬২ প্রস্তাব শিরোনাম চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী নিহত শিরোনাম চিন্ময় দাসকে কারাগারে পাঠানো নিয়ে যা বলল ভারত শিরোনাম কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৭ শিরোনাম চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে