ঢাকা, বাংলাদেশ ২৬ নভেম্বর, ২০২৪

আরো ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

Publish : 04:16 AM, 07 November 2024.
আরো ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক :

আরো ২৯ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। গত রবিবার (৩ নভেম্বর) এসব কার্ড বাতিল করা হয়। তবে বিষয়টি জানা গেছে মঙ্গলবার (৫ নভেম্বর)। এর আগে ২০ জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়েছিল।

পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবীরের সই করা নতুন আদেশে বলা হয়, প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালার আলোকে এসব সাংবাদিকের অনুকূলে তথ্য অধিদপ্তরের দেওয়া স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। 

নিজামুল কবীর বলেন, যাদের কার্ড বাতিল করা হয়েছে তাদের বিরুদ্ধে বিচ্ছিন্ন কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে। মূলত বিগত সরকারের প্রতি অতিমাত্রায় অনুগত্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিতর্কিত ভূমিকার কারণে তথ্য অধিদপ্তর নিজস্ব বিবেচনায় বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

সাংবাদিকদের এই তালিকায় আছেন-

দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান, টিভি টুডের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, দৈনিক কালের কণ্ঠের সাবেক সম্পাদক ইমদাদুল হক মিলন, ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, দৈনিক বাংলাদেশ বুলেটিন‘র সম্পাদক রফিকুল ইসলাম রতন, দৈনিক বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী জাফরউল্লাহ শরাফত, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সিনিয়র নির্বাহী সম্পাদক মাসুদা ভাট্টি, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন, এটিএন বাংলার প্রধান নির্বাহী জহিরুল ইসলাম মামুন (জ ই মামুন), আরটিভির সিইও আশিকুর রহমান, সময় টিভির সিইও আহমেদ জোবায়ের, দৈনিক ডেসটিনির উপ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, এটিএন নিউজ‘র বার্তা প্রধান নুরুল আমিন প্রভাষ, নিউজ ২৪ এর হেড অব নিউজ রাহুল রাহা, ইনডিপেনডেন্ট টিভির প্রধান বার্তা সম্পাদক আশিষ ঘোষ সৈকত, একুশে টিভির হেড অব ইনপুট অখিল কুমার পোদ্দার, গাজী টিভির এডিটর রিসার্চ অঞ্জন রায়, দৈনিক ভোরের কাগজের বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, ফ্রিল্যান্স সাংবাদিক নাদিম কাদির, নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক দীপ আজাদ, বৈশাখী টিভির প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, বাসস‘র উপপ্রধান বার্তা সম্পাদক মো. ওমর ফারুক, বাসস‘র নগর সম্পাদক মধুসূদন মণ্ডল, ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর নাজনীন নাহার মুন্নী, দৈনিক পূর্বকোণের ঢাকা ব্যুরো প্রধান কুদ্দুস আফ্রাদ, দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি হায়দার আলী, দৈনিক আনন্দবাজার পত্রিকার বিশেষ প্রতিনিধি কিশোর কুমার সরকার, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি হোসনে আরা মমতা ইসলাম সোমা এবং  নিউজ ২৪-এর সিনিয়র রিপোর্টার জয়দেব চন্দ্র দাশ। 

তাদের কার্ড বাতিল করার কারণ সুনির্দিষ্ট করে আদেশে বলা হয়নি। সেখানে প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা ২০২২-এর ৬.৯, ৬.১০, ৯.৫, ৯.৬ অনুচ্ছেদ-এর আলোকে তাদের কার্ডগুলো বাতিল করার কথা বলা হয়েছে।

এর মধ্যে নীতিমালার ৬ দশমিক ৯ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকরা রাষ্ট্রীয় কোনো আইন, বিধি বা নীতিমালা লঙ্ঘন করলে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে প্রচলিত আইন, বিধিবিধান ও নীতিমালা অনুসারে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা যাবে। তবে, গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে প্রধান তথ্য কর্মকর্তা তাৎক্ষণিকভাবে অভিযুক্ত সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করতে পারবেন। এক্ষেত্রে, পরবর্তীতে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সভায় তা উপস্থাপন করতে হবে।

৬ দশমিক ১০ অনুচ্ছেদে বলা হয়েছে, মিথ্যা, হয়রানিমূলক, রাষ্ট্রদ্রোহী বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো সংবাদ প্রচারের অভিযোগে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডধারী কোনো সাংবাদিকের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের হলে এবং ওই মামলায় অভিযোগপত্র দাখিল হলে সংশ্লিষ্ট সাংবাদিকের নামে ইস্যু করা অ্যাক্রিডিটেশন কার্ডটি প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি সাময়িকভাবে স্থগিত করতে পারবে এবং দোষী সাব্যস্ত হলে কমিটি কার্ডটি বাতিল করতে পারবে।

৯ দশমিক ৫ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিক/সংবাদকর্মী বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক প্রণীত 'কোড অব কনডাক্ট' অথবা সরকার কর্তৃক অনুমোদিত 'প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা'-র কোনো শর্ত লঙ্ঘন করলে তার অ্যাক্রিডিটেশন কার্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং বাতিল সংক্রান্ত আদেশ তথ্য অধিদপ্তর তাৎক্ষণিকভাবে জারি করবে।

৯ দশমিক ৬ অনুচ্ছেদে বলা হয়, এই নীতিমালার যে কোনো শর্ত লঙ্ঘন করলে অথবা অন্য কোনো যৌক্তিক কারণে প্রধান তথ্য অফিসার প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল বা স্থগিত করতে পারবেন।

এর আগে গত ২৯ অক্টোবর ২০ সাংবাদিক ও কর্মকর্তার প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছিল তথ্য অধিদপ্তর।

পিপলনিউজ/আরইউ

মিডিয়া বিভাগের অন্যান্য খবর

Follow Us

প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা

© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে ডি-চক রণক্ষেত্র শিরোনাম সংবিধান সংস্কার কমিশনে বিএনপির লিখিত ৬২ প্রস্তাব শিরোনাম চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী নিহত শিরোনাম চিন্ময় দাসকে কারাগারে পাঠানো নিয়ে যা বলল ভারত শিরোনাম কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৭ শিরোনাম চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে