নতুন করে আরো ১১৮ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। অধিদপ্তর থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।
৭ নভেম্বর অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. নিজামুল কবীরের সই করা এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার অনুচ্ছেদ ৬.৯, ৬.১০, ৯.৫ ও ৯.৬-এর আলোকে এসব সাংবাদিক ও ব্যক্তিদের অনুকূলে তথ্য অধিদপ্তর থেকে এর আগে ইস্যু করা স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হলো।
প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা সাংবাদিকদের মধ্যে সম্পাদক, উপসম্পাদক, টেলিভিশনের বার্তাপ্রধানসহ বিভিন্ন পদে কর্মরত সাংবাদিকেরা রয়েছেন।
এর আগে গত ২৯ অক্টোবর ২০ জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়। পরে ৩ নভেম্বর আরো ২৯ জনের কার্ড বাতিল করে সরকার।
এ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার মোট ১৬৭ জন সাংবাদিকের কার্ড বাতিল করলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগপন্থী হিসেবে বিগত সরকারের সময় প্রশ্নবিদ্ধ সাংবাদিকতার জন্য তাদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়।
পিপলনিউজ/আরইউ
প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা
© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com