ঢাকা, বাংলাদেশ ২৬ নভেম্বর, ২০২৪

সাবেক এমপি ইলিয়াস মোল্লার অন্যতম সহযোগী বেনু গ্রেপ্তার

Publish : 04:42 AM, 14 November 2024.
সাবেক এমপি ইলিয়াস মোল্লার অন্যতম সহযোগী বেনু গ্রেপ্তার
সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার অন্যতম সহযোগী মো. মোশারাত হাসান বেনু। (ফাইল ছবি)
সিনিয়র রিপোর্টার :

পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেখ মো. সাকিব রায়হান হত্যা মামলায় পল্লবী থানা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার অন্যতম সহযোগী মো. মোশারাত হাসান বেনু (৫২) কে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চেত করেন।

সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে নয়টায় পল্লবী থানার ১২ নম্বর সেকশনের ই-ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বেনু ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ডান হাত হিসেবে কাজ করতেন।

পল্লবী থানা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে মিরপুর এলাকায় ভিকটিম মো. সাকিব রায়হান হত্যার ঘটনায় তার বাবা শেখ আজিজুর রহমান বাদী হয়ে গত ৩ অক্টোবর পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই বিকালে মিরপুর-৬ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সামনের রাস্তায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ সময় মো. সাকিব রায়হান বুকে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত সাকিব রায়হানকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রুজুকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাকিব রায়হান হত্যায় জড়িত মোশারাত হাসান বেনুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিপলনিউজ/আরইউ

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Follow Us

প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা

© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে ডি-চক রণক্ষেত্র শিরোনাম সংবিধান সংস্কার কমিশনে বিএনপির লিখিত ৬২ প্রস্তাব শিরোনাম চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী নিহত শিরোনাম চিন্ময় দাসকে কারাগারে পাঠানো নিয়ে যা বলল ভারত শিরোনাম কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৭ শিরোনাম চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে