রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে একে এম আব্দুর রশিদ (৮৫) নামের একজন প্রবাসী নিহত হয়েছেন। এসময় তার স্ত্রী আহত হন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ধানমন্ডি-১৫ নম্বর এলাকায় পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। পরে ওই বাসার ভাড়াটিয়ারা আব্দুর রশিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক রাত পৌনে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাজারীবাগ থানাধীন ধানমন্ডি ১৫, এর ২৯৪/১ নিজস্ব ভবনের পঞ্চম তলার দ্বিতীয় তলায় থাকতেন নিহত আব্দুর রশিদ। বাকি ফ্লোরগুলো ভাড়া দেওয়া। ভিকটিমের পরিবারের সবাই প্রবাসী।
আব্দুর রশিদকে হাসপাতালে নিয়ে আসা শিক্ষার্থী বাধন বলেন, আমরা পাশের ভবন থেকে চিৎকার শুনে নিচে গিয়ে রক্তাক্ত অবস্থা বাড়ির মালিক ও তার স্ত্রীকে পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে জানান।
কী হয়েছিল, কীভাবে ও কারা এ ঘটনাটি ঘটিয়েছে এমন প্রশ্নে বাধন বলেন, আমরা দেখিনি। তবে ধারণা করা হচ্ছে বাইরে থেকে চোর বাসায় ঢুকেছিল। ওই বাসায় তারা স্বামী-স্ত্রী থাকেন। ঘটনার সময় আব্দুর রশিদের চিৎকারে আশেপাশে সবাই টের পান। পরে সবাই চিৎকার শুরু করলে অপরাধীরা আঘাত করে দ্রুত পালিয়ে পালিয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
পিপলনিউজ/আরইউ
প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা
© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com