ঢাকা, বাংলাদেশ ২৬ নভেম্বর, ২০২৪

জাপার সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে দিলেন জনতা

Publish : 12:54 AM, 17 November 2024.
জাপার সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে দিলেন জনতা
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক :

জনতার হাতে ধরা খেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। তাকে ধরে থানায় সোপর্দ করা হয়েছে। তিনি জাতীয় পার্টি থেকে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় গোলাম কিবরিয়া টিপুকে স্থানীয় লোকজন দেখতে পান। তখন তার সামনে ২০-২৫ জন লোক জড়ো হন। এ সময় স্থানীয় লোকজন উত্তেজিত হলে আশপাশের কেউ পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে স্থানীয় লোকজন সাবেক সংসদ সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করেন। 

বীর বাঘৈর এলাকার বাসিন্দা আজহার আলী বলেন, ‘এই এলাকায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর কিছু জমি রয়েছে। যেখানে একটি ছোট ঘর রয়েছে। সম্ভবত ৫ আগস্টের পর সেখানে আত্মগোপনে ছিলেন তিনি। সন্ধ্যায় বাসার বাইরে বের হলে এলাকার লোকজন দেখতে পান। এ সময় তার সামনে লোকজন জড়ো হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর স্থানীয়রা টিপুকে পুলিশের কাছে সোপর্দ করেন।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘বীর বাঘৈর এলাকার লোকজন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এলাকার লোকজনের কাছে জানতে পারলাম, ওই এলাকায় তার কিছু জমি রয়েছে। সেখানে ছোট একটি ঘর আছে। মাঝেমধ্যে তিনি সেখানে আসতেন।’

গোলাম কিবরিয়া টিপুর জন্ম বরিশাল জেলার আগরপুর গ্রামে। তার বাবার নাম আলহাজ গোলাম। তিনি রমনা থানা যুবলীগের সহ-সভাপতি; পরে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতিও হয়েছিলেন। আশির দশকে তিনি জাতীয় পার্টিতে যুক্ত হন এবং জাতীয় পার্টির মনোনয়নে তিনি দুবার সংসদ সদস্য নির্বাচিত হন।

টিপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নিবার্চনে বরিশাল-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একই আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জাতীয় পার্টি মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

পিপলনিউজ/আরইউ

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Follow Us

প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা

© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে ডি-চক রণক্ষেত্র শিরোনাম সংবিধান সংস্কার কমিশনে বিএনপির লিখিত ৬২ প্রস্তাব শিরোনাম চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী নিহত শিরোনাম চিন্ময় দাসকে কারাগারে পাঠানো নিয়ে যা বলল ভারত শিরোনাম কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৭ শিরোনাম চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে