যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে। জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর আমার প্রথম কাজ হবে এই যুদ্ধ বন্ধ করা।
শুক্রবার (১৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউট’ এর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নির্বাচনের পর এটিই তার জনসম্মুখে দেওয়া প্রথম দীর্ঘ বক্তব্য। ট্রাম্প বারবার জানান, দায়িত্ব গ্রহণের পর তিনি অবিলম্বে ওই যুদ্ধ বন্ধ করবেন। যদিও কিভাবে কী করবেন, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এরপর তিনি তার সমর্থকদের জানান, তার অন্যান্য অগ্রাধিকার হবে মধ্যপ্রাচ্য এবং দুর্নীতিগ্রস্ত, ভঙ্গুর, ব্যর্থ প্রশাসনকে সাফ করা।
নব-নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, আজ আমি একটা রিপোর্ট দেখলাম। গত তিন দিনে হাজারো লোক নিহত হয়েছেন। তারা সেনা হতে পারেন। কিন্তু তারা সেনা হোক বা শহরে বসে থাকা মানুষ হোক- এটি নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি।
এ ছাড়া মার্কিন নির্বাচনে ভূমিধস জয় পাওয়া নিয়ে ট্রাম্প বলেছেন, আমেরিকান জনগণ খুব আশ্চর্যজনক কিছু প্রদান করেছে। ১২৯ বছরে এটি সবচেয়ে বড় রাজনৈতিক জয়... আমরা সব কয়টি সুইং স্টেটে জিতেছি। আমরা পপুলার ভোটেও জিতেছি।
গত ৫ নভেম্বর নির্বাচনে জয়লাভ করার পর থেকেই দেশ ভালো কিছু করছে বলে দাবি করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। এনিয়ে ট্রাম্প বলেছেন, এখন একটি বিষয় হচ্ছে স্পিকার, আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ। আপনার একটি বিল পাস করা উচিৎ- আমার মেয়াদ ৫ নভেম্বর থেকে শুরু করা উচিৎ।
এবার নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান দেশটির কংগ্রেসের উভয়কক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আগামী বছরের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।
‘আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউট’ ডোনাল্ড ট্রাম্পের নিজেরই সংস্থা। ২০২১ সালে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় ওই সংস্থাটি। এই প্রতিষ্ঠান দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের জন্য একাধিক রক্ষণশীল নীতির প্রস্তাবনা তৈরি করেছে।
পিপলনিউজ/আরইউ
প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা
© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com