ঢাকা, বাংলাদেশ ২৬ নভেম্বর, ২০২৪

জীবিত স্বামীকে মৃত দেখিয়ে হত‍্যা মামলা করা বাদি গ্রেপ্তার

Publish : 04:35 AM, 24 November 2024.
জীবিত স্বামীকে মৃত দেখিয়ে হত‍্যা মামলা করা বাদি গ্রেপ্তার
সংগৃহীত
সাভার (ঢাকা) প্রতিনিধি :

জীবিত স্বামীকে মৃত দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আওয়ামী লীগের ১৩০ নেতাকর্মীর নামে মামলার ঘটনায় সেই বাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

গ্রেপ্তার কুলসুম বেগমের স্বামী আলামিন রংপুরের সুমন মিয়ার ছেলে। কাজের সুবাদে সিলেটে থাকেন। এ ছাড়া কুলসুম বেগমের সঙ্গে মিথ্যা মামলা দায়েরের সঙ্গে জড়িত থাকায় রুহুল আমিন ও শফিকুল নামের দুই ব‍্যক্তিকে জিঙ্গাসাবাদের জন‍্য থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর বলেন, তথ‍্য প্রযুক্তির সহায়তায় রুহুল আমিনকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ‍্যের ভিত্তিতে কক্সবাজার থেকে কুলসুমকে গ্রেপ্তার করা হয়। পরে মানিকগঞ্জ থেকে শফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে শুক্রবার (২২ নভেম্বর) সকালে আদালতে তোলা হবে।

পুলিশের জিজ্ঞাসাবাদে মামলার বাদি কুলসুম বেগম বলেন, চাকরি দেওয়ার কথা বলে তাকে আশুলিয়ায় নিয়ে আসা হয়। এরপর পাঁচ লাখ টাকা ও প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা দেওয়ার কথা বলে তাকে দিয়ে মামলাটি করানো হয়। রুহুল আমিন ও শফিকুলের কথায় তিনি মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে কুলসুম উল্লেখ করেন, ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট তার স্বামী আলামিন নিহত হয়েছেন। গত ৮ নভেম্বর আশুলিয়া থানায় মামলাটি করা হয়। বিষয়টি জেনে এর কয়েকদিন পর আলামিন সিলেটের সুরমা থানায় গিয়ে হাজির হন। এ খবর ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

পিপলনিউজ/আরইউ

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Follow Us

প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা

© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে ডি-চক রণক্ষেত্র শিরোনাম সংবিধান সংস্কার কমিশনে বিএনপির লিখিত ৬২ প্রস্তাব শিরোনাম চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী নিহত শিরোনাম চিন্ময় দাসকে কারাগারে পাঠানো নিয়ে যা বলল ভারত শিরোনাম কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৭ শিরোনাম চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে