ঢাকা, বাংলাদেশ ২৬ নভেম্বর, ২০২৪

দুই দিন পর ডেঙ্গুতে একজনের মৃত্যু

Publish : 04:26 AM, 06 November 2024.
দুই দিন পর ডেঙ্গুতে একজনের মৃত্যু
দুই দিন পর ডেঙ্গুতে একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :

এইডিস মশাবাহিত ডেঙ্গু রোগে গত একদিনে দেশে একজনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪ জন। এর আগে পরপর দুই দিন ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি হন ৮১ জন, ঢাকায় এ সংখ্যা ৩৩। আর মারা যাওয়া একজন ঢাকার বাইরের।

নতুন রোগীদের নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২০ হাজার ২৭২ জনে। মোট মারা গেছেন ১ হাজার ৬৯৩ জন। আক্রান্ত মোট রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নেন ১ লাখ ৯ হাজার ৭৭৬ জন। ঢাকা শহরের বাইরে এই সংখ্যা প্রায় দ্বিগুণ, ২ লাখ ১০ হাজার ৪৯৬ জন।

এবছর যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে তাদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৯৭৫ জনের; ঢাকার বাইরের মারা যায় ৭১৮ জন। শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১ হাজার ১৮১ জন রোগী। তাদের মধ্যে ৩৬১ জন ঢাকায় এবং ৮২০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন, নভেম্বর মাসে ৪০ হাজার ৭১৬ জন রোগী ভর্তি হয়েছে। ডিসেম্বরের প্রথম ২৩ দিনে ভর্তি রোগীর সংখ্যা ৮৩৮১ জন।

জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুইজন, মে মাসে দুইজন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন এবং নভেম্বরে ২৭৪ জনের মৃত্যু হয়। ডিসেম্বরের প্রথম ২৩ দিনে ৭১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিভাগের অন্যান্য খবর

Follow Us

প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা

© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে ডি-চক রণক্ষেত্র শিরোনাম সংবিধান সংস্কার কমিশনে বিএনপির লিখিত ৬২ প্রস্তাব শিরোনাম চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী নিহত শিরোনাম চিন্ময় দাসকে কারাগারে পাঠানো নিয়ে যা বলল ভারত শিরোনাম কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৭ শিরোনাম চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে