ঢাকা, বাংলাদেশ ২০ অক্টোবর, ২০২৪

হোটেলে স্বামীকে হত্যা: মামলার ২৪ ঘণ্টার মধ্যে স্ত্রী গ্রেপ্তার

Publish : 03:24 AM, 13 October 2024.
হোটেলে স্বামীকে হত্যা: মামলার ২৪ ঘণ্টার মধ্যে স্ত্রী গ্রেপ্তার
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর দক্ষিণখানে আবাসিক হোটেলে স্বামীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারী স্ত্রীকে গ্রেপ্তার করেছে ডিএমপির দক্ষিণখান থানা পুলিশ। গ্রেপ্তার স্ত্রীর নাম হাজেরা আক্তার ওরফে নুর।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গাজীপুর ও ঢাকা জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জ গোপপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ২৯ সেপ্টেম্বর রাতে হাজী হোটেল ইন্টারন্যাশনাল (পূর্ব নাম হোটেল আলিফ ইন্টারন্যাশনাল) নামের একটি আবাসিক হোটেলে ভিকটিম শাখাওয়াত হোসেন শরীফ ও তার স্ত্রী হাজেরা আক্তার ওরফে নুর রাতযাপন করার জন্য বোর্ডার হিসেবে হোটেলের নিচতলার একটি কক্ষ ভাড়া নেন। পরদিন সন্ধ্যায় হোটেল কর্তৃপক্ষের সংবাদের মাধ্যমে ওই কক্ষ থেকে ভিকটিম শাখাওয়াত হোসেন শরীফের মরদেহ উদ্ধার করে। থানা পুলিশ সিআইডি ফরেনসিক টিম ও পিবিআই-এর সহায়তায় শাখাওয়াত হোসেন শরীফের মরদেহ শনাক্ত করে। পরবর্তী সময়ে শরীফের আত্মীয় স্বজনদের সংবাদ দিলে শরীফের বাবা সাইফুল ইসলাম দক্ষিণখান থানায় অভিযোগ দায়ের করলে ১ অক্টোবর একটি হত্যা মামলা হয়।

ঘটনার পরপরই ডিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম এ-গুলশানের নেতৃত্বে দক্ষিণখান থানার একটি বিশেষ টিম গাজীপুর ও ঢাকা জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। একপর্যায়ে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার গোপপাড় এলাকা থেকে হাজেরা আক্তার নুরকে গ্রেপ্তার করা হয়। হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।

নিজ স্বামীকে হত্যার কারণ সম্পর্কে আসামির স্বীকারোক্তিতে জানা যায়, রাতে হোটেলে দাম্পত্য কলহের জেরে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে স্ত্রী হাজেরা আক্তার ওরফে নুর রুমে থাকা ফল কাটার চাকু দিয়ে তার স্বামী শরীফকে শরীরের একাধিক স্থানে আঘাত করে। যার ফলে তার স্বামী মারা যান। স্ত্রী হাজেরা পরদিন ভোর অনুমান পাঁচটার দিকে কৌশলে পালিয়ে যান। তার স্বামীকে হত্যা সম্পর্কে হাজেরা আক্তার ওরফে নুর বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিপলনিউজ/আরইউ

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Follow Us

প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা

© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম পদত্যাগের ঘোষণা দিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিরোনাম খামেনির ওপর হামলা চালাতে পারে ইসরায়েল শিরোনাম পাকিস্তানের সঙ্গে ড্র করে সাফে টিকে রইল বাংলাদেশ শিরোনাম হাজারীবাগে ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১ শিরোনাম ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবু গ্রেপ্তার শিরোনাম ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৬৩ মামলা, জরিমানা প্রায় ৫১ লাখ টাকা