বিয়ে মানুষের জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। দিনটি অসাধারণ ও রঙিন করে তুলতে মানুষের কতই না প্রচেষ্টা থাকে।
এবার সমুদ্রের পানির নিচে বিয়ের আয়োজন হয়েছে। নিজেদের বিশেষ দিনটি স্মরণীয় করে তুলতে সৌদি আরবের হাসান আবু আল-ওলা ও ইয়াসমিন দফতারদার এমনই এক আয়োজন করেছেন। লোহিত সাগরের স্বচ্ছ জলরাশির নিচে অত্যাশ্চার্য কোরালপ্রাচীরে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। সৌদি আরবের স্থানীয় একটি ডাইভিং দল তাদের এ স্বপ্নপূরণে সহায়তা করেন।
হাসান ও ইয়াসমিন উভয়ই ডাইভিংয়ে (পানির নিচে প্রাণবৈচিত্র্য উপভোগ করতে ডুব দেওয়া) আগ্রহী। এ কারণেই তারা বিয়ের জন্য সমুদ্রের তলদেশকে বেছে নেন।
পরে দিনটির কথা মনে করে হাসান বলেন, ‘এটি সত্যিই এক বিস্ময় ছিল। আমরা প্রস্তুত হওয়ার পর ক্যাপ্টেন ফয়সাল ও তার দল আমাদের বললেন, সমুদ্রের পানির নিচে তারা আমাদের বিয়ে উদ্যাপন করার পরিকল্পনা করেছেন। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যাতেই পড়তে হয়নি। উদ্যাপন সুষ্ঠুভাবে হয়েছে।’
এই জুটির বিয়ের এ গল্প অনলাইনে ভাইরাল হয়েছে। এটিই প্রথম সমুদ্রের পানির নিচে কোনো বিয়ের আয়োজন। দুঃসাহসিক জুটিদের মধ্যে এ ধরনের বিয়ে আয়োজনের আগ্রহ বাড়ছে। হাসানের আশা, তার বিয়ের গল্প শুনে আরো মানুষ এমন আয়োজনে আগ্রহী হবেন।
পিপলনিউজ/আরইউ
প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা
© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com