যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ চিড়িয়াখানায় বসবাস করে মিকি নামের ম্যাকারনি পেঙ্গুইন। গত ১৭ নভেম্বর মহা ধুমধামে এই প্রাণীটির ৪০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এদিন চিরিয়াখানা কর্তৃপক্ষ তাকে নিয়ে কেকও কেটেছে।
উত্তর আমেরিকায় জীবিত পেঙ্গুইনের মধ্যে মিকির বয়স সবচেয়ে বেশি। সাধারণত পেঙ্গুইন বেঁচে থাকে ১০ থেকে ১৫ বছর। ফলে মিকি সবার মাঝে জনপ্রিয় হয়ে আছে। সে একটি বিশেষ পেঙ্গুইন এমন ধারণাই সবার মাঝে জন্মেছে।
অ্যাসোসিয়েশন অব জু’স অ্যান্ড অ্যাকুরিয়ামস জানায়, মানুষ ভালোভাবে যত্নআত্তি করলে একটি পেঙ্গুইন সর্বোচ্চ ২৬ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।
১৯৮৪ সালে মিকির জন্ম হয়। ২০০৩ সালে সি ওয়ার্ল্ড সান দিয়েগো থেকে মিকিকে পিটসবার্গ চিড়িয়াখানায় আনা হয়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, চিড়িয়াখানার কর্মীরা মিকিকে যে কী পরিমাণ যত্নআত্তির মধ্যে রেখেছেন, তার দীর্ঘ জীবন সেটির ‘সাক্ষ্য’ দিচ্ছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি ভিডিও পোস্ট করে লিখেছে, ‘আমাদের সবার প্রিয় ম্যাকারনি পেঙ্গুইন ৪০ বছর পূর্ণ করেছে। সে হচ্ছে উত্তর আমেরিকার সবচেয়ে বয়সী পেঙ্গুইন। চার দশক পর...!’
চিড়িয়াখানা কর্তৃপক্ষ আরো বলছে, পিটসবার্গে মিকির জন্মদিন উদযাপন করা হয়েছে। জন্মদিনের সকালে সে সাঁতার কেটেছে। তারপর মাছ, চিংড়ি আর শামুকের সমন্বয়ে বরফ দিয়ে বানানো কেক খেয়ে সে নিজের জন্মদিন উদযাপন করেছে।
চিড়িয়াখানার কর্মকর্তা শানা গে বলেন, ‘আমাদের এই এলাকায় মিকি হচ্ছে একটি রত্ন ও মিষ্টি পেঙ্গুইন। এখানকার সবাই তার যত্ন নেয় এবং সবাই তাকে ভালোবাসে। নতুন দর্শনার্থী দেখলে সে এত সুন্দর করে শব্দ করে, যে শব্দ সবার কাছে পরিচিত হয়ে গেছে।’
পিপলনিউজ/আরইউ
প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা
© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com