বলিউডের জনপ্রিয় নায়িকা কারিনা কাপুর। ক্যারিয়ারের মধ্য গগনে বিয়ে করেন খানদের একজন সাইফ আলী খানকে। তারপর সন্তানধারণ। এক সময় সাধারণ বলিউড অভিনেত্রীদের ক্ষেত্রে চলতি ধারণা ছিল, সন্তান জন্মের পরই নাকি তাদের ক্যারিয়ারে ইতি। কিন্তু কারিনা কাপুর খানের ক্ষেত্রে তেমন কিছুই ঘটেনি। অন্তঃসত্ত্বা থাকাকালীন কাজ করেছেন আবার বিরতি নিয়ে কাজে ফিরেছেন। দ্বিতীয় ছেলে জেহের জন্মের সময়ও তেমনটিই করছেন।
বছরের নির্দিষ্ট সময় লম্বা বিরতি নেন, দুই ছেলে এবং স্বামীকে নিয়ে তখন তিনি কিছুটা নিভৃতবাসেই ছিলেন। আবারো বলিউডে নিয়মিত হয়েছেন বলিউড বেবো-খ্যাত এ অভিনেত্রী। ইতোমধ্যেই কাজ করেছেন বেশকিছু সিনেমায়। কারিনা অভিনীত সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে গত ১৩ সেপ্টেম্বর। সিনেমার নাম ‘দ্য বাকিংহাম মার্ডার্স’। সিনেমাটি রুপালি পর্দায় মুক্তি পেলেও আগামী ৮ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে। কারিনা বলিউডে আবার নিয়মিত হলেও নিজের পারিশ্রমিক নিয়ে মোটেও সন্তুষ্ট নন তিনি। এজন্য কিছুটা মন খারাপও এ অভিনেত্রীর। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে বলিউডে নারী ও পুরুষ অভিনেতার মধ্যে পারিশ্রমিক বৈষম্য নিয়ে কথা বলেছেন এ অভিনেত্রী।
তিনি জানিয়েছেন, এ সময়ে এসেও বলিউড ইন্ডাস্ট্রির পুরুষতান্ত্রিক মনোভাব খুবই হতাশার। কারিনা বলেছেন, এক নম্বর সিরিয়ালের নায়িকা হওয়া সত্ত্বেও বলিউডের অনেক নায়ক এবং তার স্বামী সাইফের চেয়েও পারিশ্রমিক কম পান তিনি। এরপর থেকে কারিনা পারিশ্রমিক বাড়ানোরও ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, যোগ্য পারিশ্রমিক না পেলে তিনি কাজ করতে আগ্রহী নন। তাই নিজের যোগ্যতা প্রমাণ করেই ভবিষ্যতে সঠিক পারিশ্রমিক আদায় করে নেবেন কারিনা।
এদিকে আসছে দিওয়ালিতে মুক্তি পাচ্ছে কারিনা অভিনীত নতুন সিনেমা ‘সিংঘাম এগেইন’। এতে আরো অভিনয় করেছেন অজয় দেবগন, অক্ষয় কুমার, রণবীর সিং প্রমুখ।
পিপলনিউজ/আরইউ
প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা
© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com