বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনয় করেন ৩২ বছর হলো। এই সময়ে তিনি হয়ে উঠেছেন বলিউডের বটবৃক্ষ। তাকে বলিউডের শেষ সুপারস্টারও বলা হয়। সেই বাদশাহর ৫৯তম জন্মদিন আজ শনিবার (২ নভেম্বর)।
নিউজ ১৮ জানিয়েছে, শাহরুখের জন্মদিনে তার বাসভবন ‘মান্নাত’ সেজে উঠছে। আলোর রোশনাই ছড়িয়ে পড়েছে চারদিকে। অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছেন তার স্ত্রী গৌরী খান।
এই অনুষ্ঠানেই শাহরুখের আগামী সিনেমা ‘কিং খান’ নিয়ে আসছে আনুষ্ঠানিক ঘোষণা। যেখানে শাহরুখের সঙ্গে প্রথমবারের মতো তার মেয়ে সুহানা খান অভিনয় করছেন। এতে বাবা-মেয়েকে গুরু-শিষ্যার চরিত্রে দেখা যেতে পারে বলেও জানিয়েছে গণমাধ্যমটি।
এর আগে চলতি বছর সুইজারল্যান্ডে ৭৭তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে ‘পারদো আল্লা ক্যারিয়েরা’ পেয়েছেন শাহরুখ খান। ভারতের চলচ্চিত্রে অনস্বীকার্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ এ পুরস্কার দেওয়া হয় অভিনেতাকে। লোকার্নো উৎসবে ‘লোকার্নো মিটস পডকাস্ট’-এ এ কথা বলেন তিনি। সেখানে সিনেমা, নিজের ক্যারিয়ারসহ নানা প্রসঙ্গে কথা বলেন অভিনেতা। সম্প্রতি উৎসবের ইউটিউব চ্যানেলে শাহরুখের ওই বক্তব্য প্রকাশ করা হয়েছে।
সেখানে নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন শাহরুখ খান। ব্যক্তিগত নানা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মধ্যে একটি সহজাত রসবোধ আছে। আমি মানুষকে হাসাতে পারি। কিন্তু আজকাল মনে হয়, এটি অনুপযুক্ত সময়। তাই আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, আমার টিম আমাকে সব সময় বলে, মানুষ নাকি আমার রসবোধ বোঝে না।’
নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে অভিনেতা আরো বলেন, ‘এখন মানুষ খুব সংবেদনশীল হয়ে উঠেছে। আপনি কিছু বলবেন, মানুষ তার অন্য অর্থ করে বিরক্ত হবে। তাই বলব, খুব বেশি সেন্স অব হিউমার না থাকাই ভালো।’
অনুষ্ঠানে শাহরুখ আরো জানান, বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করতে চান তিনি। রোমান্স দিয়ে বলিউডে নিজের ছাপ রেখে যাওয়া অভিনেতা অ্যাকশন ঘরানায় নিজেকে প্রমাণ করেছেন ‘পাঠান’ ও ‘জওয়ান’র মতো ছবি দিয়ে। তবে ‘কিং খান’ লোকার্নোর মঞ্চে জানান, এরপর তিনি কমেডি ও হরর ছবিতে অভিনয় করতে চান। তিনি বলেন, ‘একজন অভিনেতা হিসেবে আমি মনে করি কমেডি খুব কঠিন। এটি এমন একটি ব্যাপার, যেখানে বেশিরভাগ অভিনেতা ব্যর্থ হয়েছেন। আমিও ব্যর্থ হয়েছি।’
অনুষ্ঠানে ব্যক্তিগত আরো নানা বিষয়ে কথা বলেছেন বলিউড বাদশাহ, যার মধ্যে ছিল অবসর ভাবনা বা মৃত্যুচিন্তাও। শাহরুখ খান অকপটে জানিয়েছিলেন নিজের বিশেষ ইচ্ছার কথা। তার আশা, অভিনয় করতে করতেই যেন তার মৃত্যু হয়। অর্থাৎ জীবনের শেষ দিন পর্যন্ত লাইট, ক্যামেরা এবং অ্যাকশন শুনতে চান শাহরুখ। তিনি বলেন, ‘জীবনের শেষ সময় পর্যন্ত অভিনয় করে যেতে চাই। কোনো দৃশ্য শেষ হয়ে যাওয়ার পর পরিচালক যখন কাট বলবেন, অথচ আমার চোখ খুলবে না। সেটিই চাই আমি।’
শাহরুখ জানান, ‘সত্যি কথা বলতে, জীবনের সব আনন্দ আমি অভিনয়ের মাধ্যমে প্রকাশ করতে পারি, এই কাজটি করেই সবচেয়ে বেশি আনন্দ পাই।’
অভিনেতা বলেন, ‘আমি যদি দুই মিনিটের জন্য তোমায় বিনোদন দিতে পারি, সেটি ভালোবাসা। কিন্তু যদি আমি ৫০ বছর ধরে কাউকে, কোনো জিনিসকে ভালোবাসি, সেটি অভিনয়। আমি যদি ৩০ সেকেন্ডের জন্য কাউকে বিনোদন দিতে পারি, সেটি ক্রিয়েটিভিটি।’
আদতে শাহরুখ বোঝাতে চেয়েছেন মানুষকে বিনোদন দিতে পারলেই আনন্দ পান তিনি। সে কারণে সেটেই যাতে তার মৃত্যু ঘটে।
গত বছর ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’র মতো সিনেমা দিয়ে দারুণ এক ঝড় তুলেছিলেন বক্স অফিসে। এরপর পর্দায় দেখা যায়নি তাকে। যদিও বড় বড় অনুষ্ঠান আর আম্বানিদের বিয়ের আসরেও উপস্থিত ছিলেন শাহরুখ। আগামী ২০২৬ সালে বড় পর্দায় মুক্তি পাবে কিং খানের নতুন সিনেমা ‘দ্য কিং’।
পিপলনিউজ/আরইউ
প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা
© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com