ঢাকা, বাংলাদেশ ২৬ নভেম্বর, ২০২৪

সাপ কেন পথ চলতে আঁকাবাঁকা হয়?

Publish : 11:20 AM, 06 November 2024.
সাপ কেন পথ চলতে আঁকাবাঁকা হয়?
সংগৃহীত
পিপলনিউজ ডেস্ক :

সাপ হাত-পা বিহীন দীর্ঘ শরীরের, মাংসাশী এক প্রকার সরীসৃপ। সোজা ও লম্বাটে ধূর্ত প্রাণী সাপ। প্রাণীটি সোজাসোজি হয়ে চলতে পারে না।

সাপের আঁকাবাঁকা চলাফেরার পেছনে রয়েছে তাদের শারীরিক গঠন ও পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর বিশেষ বৈশিষ্ট্য।

সাপের পা নেই, ফলে পায়ে হেঁটে সোজাসুজিভাবে চলা এদের পক্ষে সম্ভব নয়।

সুতরাং চলাচলের জন্য এদের নির্ভর করতে শরীরের পেশী ও হাড়ের ওপর।

পেশী এবং হাড় বিশেষভাবে ব্যবহার করে গতি তৈরি করে। তাদের মেরুদণ্ডে প্রচুর পেশী ও হাড়ের গাঁট আছে, যা এদের দেহকে বাঁকাতে সহায়তা করে।

সাপের চলাফেরার প্রধান পদ্ধতি হলো গতি। সাপ তাদের দেহকে একের পর এক সংকোচন ও প্রসারণ করে বাঁকায়। পেশী ও হাড়ের সাহায্যে মাটিতে ধাক্কা দেয়।

নিউটনের তৃতীয় সূত্রানুযায়ী মাটিও পাল্টা বল প্রয়োগ করে সাপের শরীরে। এই প্রক্রিয়ায় দেহের প্রতিটি অংশ মাটির সঙ্গে ঘর্ষণ তৈরি করে। ফলে চলাচলে গতি বাড়ে।

সাপের দেহের নিচের অংশ বা ত্বকে বিশেষ ধরনের আঁকাবাঁকা কাঠামো থাকে। সেই কাঠামো মাটির সঙ্গে ঘর্ষণ তৈরি করে। এই ঘর্ষণ তাদের চলার সময় স্থিতিশীলতা এনে দেয় এবং পেছনের অংশকে ঠেলে সামনে নিয়ে আসে। আর সামনের অংশ আরো সামনে এগিয়ে যায়।

আঁকাবাঁকা চলার কিছু সুবিধা আছে সাপের। এভাবে চলতে গিয়ে অনেক বেশি এলাকা তার নিজের দর্শন এলাকায় পেয়ে যায়। ফলে দ্রুত খাদ্যের সন্ধান পাওয়ার সম্ভাবনা। সাপ শিকারকে ঘিরে ফেলতে বা ফাঁদে ফেলতে পারে এই বক্রপদ্ধতি কাজে লাগিয়ে।

সাপের এই আঁকাবাঁকা গতি তাদের শিকার ধরার কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি খাদ্যের জন্য তাদের অভিযোজনকে আরো সহজ করে।

পিপলনিউজ/আরইউ

বিচিত্র বিভাগের অন্যান্য খবর

Follow Us

প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা

© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে ডি-চক রণক্ষেত্র শিরোনাম সংবিধান সংস্কার কমিশনে বিএনপির লিখিত ৬২ প্রস্তাব শিরোনাম চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী নিহত শিরোনাম চিন্ময় দাসকে কারাগারে পাঠানো নিয়ে যা বলল ভারত শিরোনাম কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৭ শিরোনাম চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে