ঢাকা, বাংলাদেশ ২৬ নভেম্বর, ২০২৪

হলিউডে ‘বি-গ্রেড’ সিনেমায় অভিনয়ের কারণ জানালেন প্রিয়াঙ্কা

Publish : 04:35 AM, 07 November 2024.
হলিউডে ‘বি-গ্রেড’ সিনেমায় অভিনয়ের কারণ জানালেন প্রিয়াঙ্কা
সংগৃহীত
বিনোদন ডেস্ক :

বলিউডে অভিনয় গুণে ভালো অবস্থান তৈরি করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তারপরও হলিউডে পাড়ি জমান এ অভিনেত্রী। সেখানেও গান, টিভি সিরিজ় ও সিনেমায় কাজের পাশাপাশি রিয়্যালিটি শোয়েও যোগ দিয়েছেন তিনি।

‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স’ এবং ‘সিটাডেল দেখেই বোঝা যায় হলিউডের প্রতিটি কাজে বেশ মনোযোগী ছিলেন প্রিয়াঙ্কা।

তবে হলিউডে সফরের শুরুর দিকে কেন ‘বি-গ্রেড’ সিনেমায় অভিনয় করেছিলেন এ ভারতীয় সুন্দরী তা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক বার।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই বিষয়ে প্রিয়াঙ্কা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, ‘বলিউডে আমাকে ক্রমশ কোণঠাসা করা হচ্ছিল। একটা সময়ের পরে আমাকে কোনো ছবিতে নেওয়া হচ্ছিল না। লোকজনদের সঙ্গে মতান্তর হচ্ছিল।’

এখানেই শেষ নয়। তিনি আরো বলেন, ‘এই খেলায় আমি পারদর্শী নই। ইন্ডাস্ট্রির অন্দরে এত রাজনীতি সামাল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি। বলে দিয়েছিলাম, আমি বিরতি চাই।’

বলিউডের এত সাফল্য পিছনে ফেলে কেন তিনি হলিউডে পাড়ি দিলেন? তা-ও আবার ছোটখাটো চরিত্রে অভিনয়ের জন্য? প্রায়ই এই প্রশ্নের মুখোমুখি হন অভিনেত্রী।

এই প্রসঙ্গে তার জবাব, ‘যে কোনো ছোটখাটো চরিত্রে অভিনয়ে রাজি হয়েছিলাম আমি। কারণ, ইংরেজি ভাষায় ফিল্মোগ্রাফ অর্থাৎ ছবি করার অভিজ্ঞতা সঞ্চয় করতে হত আমাকে।’

তিনি আরো যোগ করেন, ‘অনেকে, যারা আমাকে বলিউডে অভিনয় করার সময় থেকে চেনেন, তারা প্রায়শই আমাকে প্রশ্ন করেন, কেন আমি হলিউডে ছোট চরিত্রে ও বি-গ্রেড ছবিতে কাজ করেছি। তাদের কাছে এটিই আমার উত্তর।’

হলিউডে ‘বি-গ্রেড’ সিনেমাতে অভিনয় করেও ডিওয়েন জনসন ও রিচার্ড ম্যাডেনের মতো নামজাদা অভিনেতার সঙ্গে অভিনয় করে ফেলেছেন ‘দেশি গার্ল’।

প্রিয়াঙ্কা এখন যুক্তরাষ্ট্রে থিতু হয়েছেন। তার স্বামী মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। ভালোবেসে ২০১৮ সালে বিয়ে করছেন সাবেক এ বিশ্বসুন্দরী।

পিপলনিউজ/আরইউ

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Follow Us

প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা

© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে ডি-চক রণক্ষেত্র শিরোনাম সংবিধান সংস্কার কমিশনে বিএনপির লিখিত ৬২ প্রস্তাব শিরোনাম চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী নিহত শিরোনাম চিন্ময় দাসকে কারাগারে পাঠানো নিয়ে যা বলল ভারত শিরোনাম কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৭ শিরোনাম চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে