ঢাকা, বাংলাদেশ ২৬ নভেম্বর, ২০২৪

মা হচ্ছেন রাধিকা, জানালেন মধুর যন্ত্রণার অভিজ্ঞতা

Publish : 12:07 AM, 10 November 2024.
মা হচ্ছেন রাধিকা, জানালেন মধুর যন্ত্রণার অভিজ্ঞতা
ফাইল ছবি
বিনোদন ডেস্ক :

মাতৃত্ব এক মধুর অভিজ্ঞতা। গর্ভকালীন সীমাহীন কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় একটি নারীকে। এবার সেই সংগ্রামের কথা সবাইকে জানালেন অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে।

এই অভিনেত্রী ছক ভেঙেছেন অভিনয় এবং বাস্তব জীবনে। এ কারণে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটিও নিজের মতো করেই ভক্তদের কাছে পৌঁছে দিলেন। লন্ডনের এক চলচ্চিত্র উৎসবে প্রকাশ্যে এসেছে রাধিকার বেবিবাম্পের ছবি। রাধিকার স্বামী ব্রিটিশ সংগীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলর। বিয়ের ১২ বছর পর মা হতে চলেছেন তিনি। অন্তঃসত্ত্বা হওয়ার পরে তার জীবনে বেশকিছু পরিবর্তন এসেছে। সন্তান নিয়ে কোনো পূর্ব পরিকল্পনাই ছিল না রাধিকার।

এ কারণে বিষয়টি মানতে সময় লেগেছিল তার। গর্ভবর্তী সময়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘গর্ভবতী না হলে আসলে এই অভিজ্ঞতাটি বলে বোঝানো যাবে না। মানসিক এবং শারীরিক নানা পরিবর্তন ঘটে। একটা তাৎপর্যপূর্ণ জার্নি এটি। শারীরিক কষ্ট থাকলেও কাজ থামিয়ে রাখিনি। টানা তিন মাস ৪০ ডিগ্রি গরমে সিনেমার শুটিং করেছি। গরমে গলে যাওয়ার মতো অবস্থা হতো। সবাই বলত আমার সবসময়ে আনন্দে থাকা উচিত। কারণ, আমি মা হতে চলেছি। তাদের বলতাম, আমি যন্ত্রণায় মরে যাচ্ছি, খুশি থাকব কীভাবে? অন্তঃসত্ত্বা থাকার সময়টি খুব কঠিন এবং কষ্টকর।’

চলতি বছরের ডিসেম্বরেই ঘর আলো করে আসবে রাধিকা-বেনেডিক্টের সন্তান। অন্তঃসত্ত্বা অবস্থাতেও দুটি সিনেমার কাজ করেছেন তিনি। রাধিকা অভিনীত বেশ কিছু টিভি সিরিজ ও সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সেসবের মধ্যে রয়েছে ‘সিস্টার মিডনাইট’, ‘মেরি ক্রিসমাস’, ‘আকা’, ‘দ্য নেক্সাস: শ্যাডোজ অব ডেস্টিনি’, ‘লাস্ট ডেইজ’ উল্লেখযোগ্য।

পিপলনিউজ/আরইউ

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Follow Us

প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা

© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে ডি-চক রণক্ষেত্র শিরোনাম সংবিধান সংস্কার কমিশনে বিএনপির লিখিত ৬২ প্রস্তাব শিরোনাম চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী নিহত শিরোনাম চিন্ময় দাসকে কারাগারে পাঠানো নিয়ে যা বলল ভারত শিরোনাম কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৭ শিরোনাম চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে