ঢাকা, বাংলাদেশ ২৬ নভেম্বর, ২০২৪

ভাইরাল কন্যা সিঁথি আসিফের গানের মডেল

Publish : 12:46 AM, 15 November 2024.
ভাইরাল কন্যা সিঁথি আসিফের গানের মডেল
সংগৃহীত
বিনোদন প্রতিবেদক :

কোটা আন্দোলনের সময় রাজপথে সাহসি কিংবা ব্যতিক্রম ভূমিকার জন্য বেশকিছু শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ফারজানা সিঁথি।

সরকার পতনের আগে আন্দোলনে ইতিবাচক ভূমিকায় প্রশংসা পেলেও, সরকার পতনের পরে একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে দেশব্যাপী সমালোচিতও হন তিনি।

সেসময় তার বলা ‘ইটস মাই টার্ন নাও’ কথাটি তো এতটাই ভাইরাল হয়েছে যে এখনও মানুষর  মুখে মুখে শোনা যায়।

এবার সেই তরুণীকেই নিজের গানের মডেল হিসেবে বেছে নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। 

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আসিফ আকবর ফেসবুকে তার সঙ্গে ছবি শেয়ার করে নতুন গানের ঘোষণা দেন।

‘ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা/মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা/ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার/ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার/তুমি আমার এ পৃথিবী/তুমি ছাড়া আজ সব অচেনা।’

এমন কথার গানটি আসিফ আকবর গাইবেন বাংলা ও হিন্দি দু’টি ভাষায়। ‘ইচ্ছেরা’ শিরোনামের বাংলায় গানটির কথা লিখেছেন বুদ্ধাদিত্য মুখার্জী।

 হিন্দি ভাষায় গানটির শিরোনাম বেপানা দিল, কথা লিখেছেন শাদাব আখতার। গানের সুর ও সংগীত করেছেন রাজীব এবং মোনা।

আসিফ আকবরের সঙ্গে রোমান্টিক মেলোডিয়াস এ গানে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী। সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হিন্দি গান ‘বুর্জ খলিফা’ গানটি গেয়েছিলেন নিকিতা।

আসিফ আকবর বলেন, মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রায় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। ‘ইচ্ছেরা’ গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি- দুই ভার্সনেই রিলিজ হবে। গানটির রেকর্ডিং হয়েছে আরো পাঁচমাস আগে। এখন শুরু হবে গানের শুটিং। নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন্যা ফারজানা সিঁথি এবং তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদীকে। আবার গানে গানে মুখর হয়ে উঠুক আমাদের পরিবেশ, প্রতিবেশ। 

গানটির শুটিং হবে গাজীপুরের শালদহ ইকো রিসোর্টে। মিউজিক ভিডিও পরিচালনা করবেন সৌমিত্র ঘোষ ইমন। গানটি মুক্তি পাবে আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে।

পিপলনিউজ/আরইউ

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Follow Us

প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা

© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে ডি-চক রণক্ষেত্র শিরোনাম সংবিধান সংস্কার কমিশনে বিএনপির লিখিত ৬২ প্রস্তাব শিরোনাম চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী নিহত শিরোনাম চিন্ময় দাসকে কারাগারে পাঠানো নিয়ে যা বলল ভারত শিরোনাম কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৭ শিরোনাম চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে