ঢাকা, বাংলাদেশ ২৬ নভেম্বর, ২০২৪

চিত্রকর্মের ক্যনভাস ১১ হাজার বর্গফুটের, বিশ্বরেকর্ড

Publish : 05:48 AM, 18 November 2024.
চিত্রকর্মের ক্যনভাস ১১ হাজার বর্গফুটের, বিশ্বরেকর্ড
সংগৃহীত
পিপলনিউজ ডেস্ক :

ছবির ক্যানভাস বড়জোড় প্রমাণ সাইজের একটি কক্ষের এক দেয়ালের সমান হতে পারে। একটু পাগলামি চাপলে আরো বড় হতে পারে। কিন্তু বড় হতে হতে যদি সেই ছবি স্টেডিয়ামে আঁকতে হয় বিষয়টি কেমন লাগবে?

নাইজেরিয়ার বাসিন্দা ফোলা ডেভিড তোলারাম। পেশায় চিকিৎসক। সখের বশে ছবি আঁকেন। ৩১ বছর বয়সী তোলারাম সম্প্রতি ‘বৈচিত্র্যের ঐক্য বা দ্য ইউনিটি অব ডাইভার্সিটি’ শিরোনামে একটি বিশাল চিত্রকর্ম এঁকেছেন। ১০ হাজার ৮১৪ বর্গফুটের এই চিত্রকর্মে তার দেশের সংস্কৃতি তুলে ধরা হয়েছে। যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জন করেছে।

তোলারাম কয়েকদিন ধরে পাঁচ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামে একটি বিশাল ক্যানভাসে ওয়াটারপ্রুফ মার্কার দিয়ে ‘বৈচিত্র্যের ঐক্য’ চিত্রকর্মটি অঙ্কন করেন। এটি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চিত্রকর্ম। এতে নাইজেরিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অবয়ব এবং নানা অঞ্চলের সাংস্কৃতিক আইকনোগ্রাফি তুলে ধরা হয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে ডেভিড তোলারাম বলেন, ‘নাইজেরিয়া একটি বহু সংস্কৃতিসমৃদ্ধ জাতির দেশ। আমি এমন কিছু তৈরি করতে চেয়েছিলাম, যা দেশটির বহু সংস্কৃতি তুলে ধরে এবং লোকেরা তাদের সংস্কৃতি উদযাপনের একটি সুযোগ দেয়।’

সূত্র: ইউপিআই।

পিপলনিউজ/আরইউ

বিচিত্র বিভাগের অন্যান্য খবর

Follow Us

প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা

© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে ডি-চক রণক্ষেত্র শিরোনাম সংবিধান সংস্কার কমিশনে বিএনপির লিখিত ৬২ প্রস্তাব শিরোনাম চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী নিহত শিরোনাম চিন্ময় দাসকে কারাগারে পাঠানো নিয়ে যা বলল ভারত শিরোনাম কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৭ শিরোনাম চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে