ঢাকা, বাংলাদেশ ২৭ নভেম্বর, ২০২৪

নারী ওয়ানডে বিশ্বকাপ: সরাসরি খেলতে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

Publish : 04:48 AM, 23 November 2024.
নারী ওয়ানডে বিশ্বকাপ: সরাসরি খেলতে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ
ফাইল ছবি
ক্রীড়া প্রতিবেদক :

আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। এ বিশ্ব আসরে সরাসরি খেলতে হলে কঠিন সমীকরণ মেলাতে হবে বাংলাদেশ দলকে।

বিশ্বকাপের আগে বাংলাদেশ খেলবে আরো ছয় ম্যাচ। তিনটি ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে, বাকি তিন ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে। বিশ্বমঞ্চে সরাসরি খেলতে হলে নিগার সুলতানা জ্যোতির দলকে কঠিন সমীকরণ মেলাতে হবে। ছয় ম্যাচের সবগুলোতে জিতলেই কেবল ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। এই কঠিন চ্যালেঞ্জ মাথায় নিয়েই আগামী ২৫ নভেম্বর মিরপুরে শুরু হচ্ছে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

শুক্রবার (২২ নভেম্বর) আয়ারল্যান্ডের মেয়েরা প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে। এই সিরিজে তিনটি ওয়ানডে ছাড়াও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে তারা। বাংলাদেশের মনোযোগ ওয়ানডে সিরিজে। কেননা ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলেও আইরিশদের হোয়াইটওয়াশ করার বিকল্প নেই। সব কঠিন হিসাবকে সামনে রেখেও সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলতে চায় বাংলাদেশ। 

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের টাইটেল স্পন্সর সেনোরা, সঙ্গে পাওয়ার্ড বাই রুচি।

বুধবার (২০ নভেম্বর) রাজধানীর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সিরিজের নাম ঘোষণা করা হয়েছে, ‘সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স ট্যুর অব বাংলাদেশ ২০২৪, পাওয়ার্ড বাই রুচি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহা, নাজমুল আবেদীন ফাহিম, উইমেন্স উইংয়ের প্রধান হাবিবুল বাশার, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. ইমতিয়াজ ফিরোজ এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু।

হাবিবুল বাশার বলেন, ‘ওয়ানডে বিশ্বকাপের আগে আমাদের হাতে ছয়টি ম্যাচ। আয়ারল্যান্ডের সঙ্গে তিনটি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও তিনটি। এই ছয়টি ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে খেলাটি আমাদের জন্য সুবিধা। আমরা এখন এই সিরিজ নিয়েই ভাবছি।’

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ২৫, ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। সব ম্যাচ হবে মিরপুরে। এরপর ৫, ৭ ও ৯ ডিসেম্বরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিনটি টি-২০ ম্যাচ। ১০ দলের উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন নয় নম্বরে আছে ১৩ পয়েন্ট নিয়ে। পরের সিরিজ জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে।

পিপলনিউজ/আরইউ

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Follow Us

প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা

© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে ডি-চক রণক্ষেত্র শিরোনাম সংবিধান সংস্কার কমিশনে বিএনপির লিখিত ৬২ প্রস্তাব শিরোনাম চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী নিহত শিরোনাম চিন্ময় দাসকে কারাগারে পাঠানো নিয়ে যা বলল ভারত শিরোনাম কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৭ শিরোনাম চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে