রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, আগামীকাল রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে ভোট দিবেন তিনি।
গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচন করছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সম্প্রতি সেখানে নির্বাচনী প্রচারেও অংশ নেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামীকাল সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে এ আসনে ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বাকি ২৯৯ আসনে ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় মাঠে তৎপর রয়েছে সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসারসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তফসিল অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ গতকাল শুক্রবার সকাল ৮টায় শেষ হয় প্রার্থীদের প্রচার-প্রচারণা। এবারের নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ১ হাজার ৯৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছে ইসি।
নির্বাচনের সর্বশেষ প্রস্তুতির বিষয় নিয়ে আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
এবারের ভোটে বিএনপিসহ ১৬টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার মাধ্যমে অংশ নিয়েছে। দলটিকে ২৬টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। তবে গত কয়েক দিনে দলটির বেশ কয়েকজন প্রার্থী ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা
© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com