দেশের মানুষের জীবনযাত্রায় স্বস্তি আনতে কাজ করার প্রত্যয় জানিয়েছেন নতুন দায়িত্ব নেওয়া বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেছেন, পরিস্থিতির বদল আনতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছ থেকে কোনো ম্যাজিক নয়, বরং অতিরিক্ত পরিশ্রম প্রত্যাশা করছেন তিনি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেওয়ার একদিন পর সোমবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথমবারের মতো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন বশির উদ্দিন। তিনি বলেন, আমরা সম্মিলিতভাবে কাজ করব। আপনারা আমাকে সহযোগী হিসেবে পাবেন। আপনাদের কাজকে আরো কার্যকর করার জন্য ইনসাফের সঙ্গে আমার সক্ষমতা অনুযায়ী চেষ্টা করব। কাজ করার সময় সবার জন্য করব। এক্ষেত্রে ব্যক্তির ধর্ম, বর্ণ, লিঙ্গ পরিচয়কে আমরা বিবেচনায় নেব না। আমাদের চেষ্টা থাকবে মানুষকে একটু স্বস্তি দেওয়া। আমরা যদি ব্যবসা-বাণিজ্য বাড়াতে পারি, আমাদের সর্বোচ্চ দক্ষতার প্রয়োগ ঘটাতে পারি তাহলে ভালো করা সম্ভব। আমি কর্মকর্তাদের কাছে অতিরিক্ত পরিশ্রম প্রত্যাশা করি।
কর্মকর্তাদের সঙ্গে নিজেও পরিশ্রম করার প্রতিশ্রুতি দেন ব্যবসায়ী বশির উদ্দিন। তিনি বলেন, মুদ্রাস্ফীতির ফলে আমাদের টাকার অংকে যেটি বেড়েছে, ক্রয়ক্ষমতা সেভাবে বাড়েনি বরং ক্রয়ক্ষমতা কমেছে। আমরা যদি একজন শ্রমিকের দিকে দেখি, তাহলে তার জীবনমানের মধ্যে কম্প্রোমাইজ চলে এসেছে।
তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক দল, নিজের কোম্পানি ও আত্মীয়-স্বজন কারো কোনো প্রতিনিধিত্ব করছি না এখন।
অন্তর্বর্তী সরকারের নতুন এ উপদেষ্টা ব্যবসায়ী সেখ বশির উদ্দিন বাণিজ্য মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব পেয়েছেন রবিবার (১০ নভেম্বর)। একই সঙ্গে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে সালেহউদ্দিন আহমেদ এতদিন অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করতেন। এখন সালেহউদ্দিন আহমেদ শুধু অর্থ মন্ত্রণালয় সামলাবেন। আর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এখন তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাশাপাশি আগের নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।
মত বিনিময় সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী মোজাম্মেল হক, অতিরিক্ত সচিব (রপ্তানি) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক মো. আব্দুর রহিম খান, অতিরিক্ত সচিব ডব্লিউটিও অনুবিভাগ ড. নাজনীন কাওসার চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সোহান শাহ নামের (৩০) এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় আসামির তালিকায় নাম রয়েছে শেখ বশির উদ্দিন ভূঁইয়া নামের এক ব্যক্তির।
নামটি আংশিকভাবে মিলে যায় অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা হওয়া ব্যবসায়ী সেখ বশির উদ্দিনের সঙ্গে। এমনকি সেখ বশিরের বাবার নামের সঙ্গে আসামি তালিকায় থাকা শেখ বশির উদ্দিন ভূঁইয়ার বাবার নামের আংশিক মিল রয়েছে।
বিষয়টি নিয়ে কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেছেন, নামের আংশিক সংগতি ও অসংগতি থাকলেও তিনি নিশ্চিত নন, মামলাটি তার নামে হয়েছে কিনা।
অন্যদিকে পুলিশ বলছে, শেখ বশির উদ্দিন ভূঁইয়া ও সেখ বশির উদ্দিন একই ব্যক্তি কিনা, তারা খতিয়ে দেখছে।
শেখ বশির উদ্দিন আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। শিল্পোদ্যোক্তা বাবা আকিজ গ্রুপের কর্ণধার সেখ আকিজ উদ্দিনের দেখানো পথ ধরে ব্যবসায় আসেন তিনি।
১৯৮৮ সালে এসএসসি পাস করেই বাবার ব্যবসায় যোগ দেন। বাবার অধীনে ব্যবসার হাল হকিকত শেখেন। ধাপে ধাপে কাজ শিখে পরিচালক হিসেবে যোগ দেন আকিজ গ্রুপের পর্ষদে। পাশাপাশি শিল্পগ্রুপটির বিভিন্ন কোম্পানির ব্যবসাও দেখভাল করতেন। পরে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করেন।
বাবার মৃত্যুর পর পারিবারিক ব্যবসা ভাগ হলে তিনি আকিজ-বশির গ্রুপ গঠন করে ব্যবস্থাপনা পরিচালক হন।
পিপলনিউজ/আরইউ
প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা
© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com