ঢাকা, বাংলাদেশ ২০ অক্টোবর, ২০২৪

রাজধানীতে যান চলাচল সীমিত

Publish : 01:47 AM, 16 October 2024.
রাজধানীতে যান চলাচল সীমিত
রাজধানীতে যান চলাচল সীমিত
নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগের দিন আজ শনিবার সকাল ৬টা থেকে নির্বাচন বাতিলের দাবিতে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে বিএনপি। আগামী সোমবার সকাল ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার (০৬ জানুয়ারি) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায়, সক্রিয় রয়েছে অল্প কিছু গণপরিবহন। যাত্রীর সংখ্যাও অন্য যেকোনো দিনের চেয়ে তুলনামূলক কম। অনেকক্ষণ অপেক্ষার পর গন্তব্যের গাড়িতে উঠতে দেখা যায় তাদের। এছাড়া সিএনজি অটোরিকশার মতো পরিবহনও রয়েছে অল্প। নিষেধাজ্ঞার কারণে বন্ধ রয়েছে মোটরসাইকেল চলাচল। তবে চলাচল করছে মেট্রোরেল।

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে ‘একতরফা’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপিসহ সমমনা দলগুলো এ হরতাল কর্মসূচি পালন করছে।

পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে চার দফায় পাঁচদিন হরতাল করেছে বিএনপি ও সমমনা দলগুলো। এছাড়া ১২ দফায় মোট ২৩ দিন সারা দেশে সড়ক, রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করেছে। 

সবশেষে অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে এ পর্যন্ত আটদিন গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে তারা। বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং নেতাকর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করছে দলটি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দল ও জোটও পৃথকভাবে হরতাল-অবরোধ করে আসছে।

রাজধানী বিভাগের অন্যান্য খবর

Follow Us

প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা

© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম পদত্যাগের ঘোষণা দিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিরোনাম খামেনির ওপর হামলা চালাতে পারে ইসরায়েল শিরোনাম পাকিস্তানের সঙ্গে ড্র করে সাফে টিকে রইল বাংলাদেশ শিরোনাম হাজারীবাগে ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১ শিরোনাম ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবু গ্রেপ্তার শিরোনাম ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৬৩ মামলা, জরিমানা প্রায় ৫১ লাখ টাকা