ঢাকা, বাংলাদেশ ২০ অক্টোবর, ২০২৪

সাকিবের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা

Publish : 02:39 AM, 19 October 2024.
সাকিবের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা
ফাইল ছবি
ক্রীড়া প্রতিবেদক :

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ অক্টোবর শুরু প্রথম টেস্টের দল ঘোষণা করা হয়েছে বুধবার (১৬ অক্টোবর)। দলে আছেন সাকিব আল হাসানও। কিন্তু শেষ পর্যন্ত তিনি সময়মতো ঢাকায় আসতে পারবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফ্লাইট শিডিউল অনুযায়ী সাকিবের ঢাকায় পৌঁছানোর কথা বৃহস্পতিবার রাতে।

যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পথে সাকিব এখন দুবাইয়ে যাত্রাবিরতিতে আছেন। বুধবার দুবাইয়ে পৌঁছানোর পর তিনি বাংলাদেশ থেকে বার্তা পান ঢাকা থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত দেশে আসার বিমানে না চড়তে। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত যেন তিনি সেখানেই অবস্থান করেন। জানা গেছে, সরকারি পর্যায় থেকেই তাকে এই বার্তা দেওয়া হয়েছে।

জানা গেছে, পুরো বিষয় নিয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে কথা বলতে বৃহস্পতিবার দুপুর ১২টায় ‘জুম মিটিং’ ডেকেছে বিসিবি। ধারণা করা হচ্ছে, অনলাইনে এই সভায় সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। উদ্ভূত পরিস্থিতিতে সাকিবের দেশে ফেরা ঠিক হবে কিনা, মিটিং থেকেই আসবে সিদ্ধান্ত।

দেশে ফিরলে সাকিবকে নিরাপত্তা দেওয়া সম্ভব হবে কিনা, পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে কিনা, এসব প্রশ্নের উত্তর খোঁজা ও আনুষাঙ্গিক বিষয় বিশ্লেষণ করেই সাকিবের বিষয়ে নতুন বার্তা দেওয়া হবে।

অবশ্য সাকিবের দুবাইয়ে ট্রানজিট এবার একটু লম্বা। দুবাই থেকে তার ঢাকায় আসার ফ্লাইট আজ স্থানীয় সময় বিকাল পাঁচটার দিকে। ঢাকায় পৌঁছানোর কথা আজ রাত ১১টার পর। কাজেই আজ বিকাল পর্যন্ত তাকে এমনিতেই দুবাই থাকতে হতো। ট্রানজিটের সময়টায় এখন শুধু সঙ্গে যোগ হতে পারে বাড়তি একটু টেনশন।

নিরাপত্তার কারণেই সাকিবকে ওই বার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে। গত কয়েক দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিবের বিরুদ্ধে কিছু মানুষ বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেছেন, দেয়াললিখন লিখেছেন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। সাকিবকে যেন দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে না দেওয়া হয়, সে দাবি নিয়ে আজকেও একটি পক্ষের স্মারকলিপি নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যাওয়ার কথা।

আইসিসির সভায় যোগ দিতে বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। 

সকালে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, পরবর্তী সিদ্ধান্ত জানানোর আগপর্যন্ত সাকিবকে দুবাইয়ে অবস্থান করতে বলা হয়েছে। ঢাকায় আসার ফ্লাইটের আগে যেহেতু হাতে যথেষ্ট সময় আছে, শেষ পর্যন্ত সাকিব দেশে আসার সবুজ সংকেত পাবেন বলে তাদের আশা।

বিসিবির একটি সূত্র এমনও আভাস দিয়েছে, যেহেতু সাকিবকে রেখেই প্রথম টেস্টের দল ঘোষণা হয়ে গেছে, তার ঠিকঠাকভাবে দেশে আসতে পারার ব্যাপারে বিসিবির দিক থেকেও উদ্যোগ আছে। সাকিব শেষ পর্যন্ত নির্ধারিত ফ্লাইটে নির্ধারিত সময়েই ঢাকায় পৌঁছাতে পারবেন বলে আশাবাদী তারা।

দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট খেলতে পারা নিয়ে এর আগে সরকারি পর্যায় থেকেও ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। সর্বশেষ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সাকিবের দেশে আসা–যাওয়ায় কোনো বাধা নেই। তার নিরাপত্তার বিষয়টিও সরকার দেখবে। তিনি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহবান জানিয়েছেন।

ভারত সফরে কানপুর টেস্টের আগে অবসর ঘোষণা দেন সাকিব। নিরাপত্তা পেলে ও দেশের বাইরে যাওয়ার নিশ্চয়তা পেলে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। 

গত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য সাকিব, আন্দোলনে নিহতের স্মরণ করে পরে একটি পোস্টও দেন। অবশ্য তার নামে একটি হথ্যা মামলাও করা হয়েছে।

পিপলনিউজ/আরইউ

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Follow Us

প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা

© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম পদত্যাগের ঘোষণা দিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিরোনাম খামেনির ওপর হামলা চালাতে পারে ইসরায়েল শিরোনাম পাকিস্তানের সঙ্গে ড্র করে সাফে টিকে রইল বাংলাদেশ শিরোনাম হাজারীবাগে ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১ শিরোনাম ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবু গ্রেপ্তার শিরোনাম ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৬৩ মামলা, জরিমানা প্রায় ৫১ লাখ টাকা