ঢাকা, বাংলাদেশ ২০ অক্টোবর, ২০২৪

ফক্স নিউজের সাক্ষাৎকারে উত্তপ্ত বাক্য বিনিময় কমলার

Publish : 02:56 AM, 19 October 2024.
ফক্স নিউজের সাক্ষাৎকারে উত্তপ্ত বাক্য বিনিময় কমলার
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, তিনি প্রেসিডেন্ট হলে কাজের ধরন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে আলাদা হবে। বুধবার (১৬ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ডানপন্থী সংবাদমাধ্যম ফক্স নিউজে কমলা হ্যারিসের সাক্ষাৎকারটি নিয়েছেন ব্রেট বেয়ার। অভিবাসন এবং লিঙ্গ রূপান্তরজনিত অস্ত্রোপচার প্রসঙ্গে কথা বলার সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। কমলা প্রশ্নের উত্তর দেওয়ার সময় সঞ্চালক ব্রেট বেয়ারকে বারবারই মাঝপথে কথা বলতে দেখা গেছে। কমলাও তখন তাকে বারবার বলছিলেন, ‘আমাকে শেষ করতে দিন।’

আধা ঘণ্টার ওই সাক্ষাৎকারের একটি উল্লেখযোগ্য অংশে কমলার কাছে তার গত সপ্তাহে করা বিভিন্ন মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। কমলা হ্যারিস বলেছিলেন, চার বছরের মেয়াদে প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসনের অধীনে কাজ করতে গিয়ে তিনি বাইডেনের চেয়ে ভিন্ন কিছু ভাবতে পারেননি। এ নিয়ে রিপাবলিকানরা তাকে ধরাশায়ী করার চেষ্টা করছে।

তবে বুধবার সাক্ষাৎকারে কমলা বলেছেন, তিনি প্রেসিডেন্ট হলে ভিন্ন পথে হাঁটবেন। ৫৯ বছর বয়সী কমলা বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে আমার কাজের মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেনের কাজের ধারাবাহিকতা থাকবে না।

প্রেসিডেন্ট হলে নতুন নতুন ধারণা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন কমলা। তিনি বলেন, আমি একটি নতুন প্রজন্মের নেতৃত্বের প্রতিনিধিত্ব করছি।

গত জুলাইয়ে বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর তার জায়গায় কমলা প্রার্থী হন। মঙ্গলবার বাইডেনও বলেছেন, কমলা হ্যারিস প্রেসিডেন্ট হিসেবে নিজের রাস্তা নিজে তৈরি করবেন।

ট্রাম্পের প্রচার শিবির দ্রুতই কমলার সাক্ষাৎকারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। তারা সাক্ষাৎকারটিকে লাইনচ্যুত বলে উল্লেখ করেছে। ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, কমলা খেপে গিয়েছিলেন এবং আত্মপক্ষ সমর্থন করে কথা বলেছেন। মার্কিন নাগরিকেরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, তার দায় তিনি আবারো এড়িয়ে গেছেন।

ফক্সের সঙ্গে এটি কমলা হ্যারিসের প্রথম সাক্ষাৎকার ছিল। একই সঙ্গে হোয়াইট হাউসের দৌড়ে থাকা কমলার জন্য সাক্ষাৎকারটি গুরুত্বপূর্ণও। কারণ, প্রেসিডেন্ট নির্বাচনের আর তিন সপ্তাহেরও কম সময় বাকি আছে এবং এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস আছে। সে অচলাবস্থাকে ভেঙে এগিয়ে যেতে চাইছেন কমলা হ্যারিস।

ডেমোক্রেটিক পার্টির এ নেতা সাক্ষাৎকার দেওয়ার সময় বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন। ট্রাম্পের প্রচারণা–সংক্রান্ত বিজ্ঞাপন নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়। সামরিক শক্তির ব্যবহার নিয়ে ট্রাম্পের করা মন্তব্যটির ব্যাপারে রিপাবলিকানরা যে ব্যাখ্যা দিয়েছে সে প্রসঙ্গেও জানতে চাওয়া হয়। কমলা বারবারই সেসব প্রশ্ন প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের দিকে ঠেলে দিয়েছেন।

তবে সঞ্চালক বেয়ার ডেমোক্র্যাট প্রার্থী কমলাকে অবৈধ অভিবাসন নিয়ে প্রশ্ন করলে সাক্ষাৎকারটি উত্তপ্ত হয়ে ওঠে। প্রেসিডেন্ট বাইডেনের শাসন মেয়াদে মেক্সিকো সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা রেকর্ডসংখ্যক অবৈধ অভিবাসীদের সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। জবাবে কমলা হ্যারিস বলেন, জো বাইডেন-কমলা হ্যারিস প্রশাসন সীমান্ত পারাপার নিয়ে একটি বিল প্রস্তাব করেছিল। কিন্তু ট্রাম্পের পরামর্শে রিপাবলিকানরা বিলটি ঠেকিয়ে দেন।

পিপলনিউজ/আরইউ

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Follow Us

প্রকাশক ও সম্পাদক
জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক
সোহেলী চৌধুরী লিন্ডা

© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত || peoplenewsbd.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম পদত্যাগের ঘোষণা দিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিরোনাম খামেনির ওপর হামলা চালাতে পারে ইসরায়েল শিরোনাম পাকিস্তানের সঙ্গে ড্র করে সাফে টিকে রইল বাংলাদেশ শিরোনাম হাজারীবাগে ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১ শিরোনাম ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবু গ্রেপ্তার শিরোনাম ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৬৩ মামলা, জরিমানা প্রায় ৫১ লাখ টাকা